আজকাল ওয়েবডেস্ক: দেখতে দেখতে বছর গড়ায়। এক, দুই, তিন করে দশ, কুড়ি, পঞ্চাশ পেরিয়ে উদযাপন ৭৯তম স্বাধীনতা দিবসের। চলতি বছরেও দিল্লির লাল কেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে চলতি বছরের উদযাপনের থিম 'নয়া ভারত।' স্বাধীনতা দিবসের উদযাপনেও থাকবে অপারেশন সিঁদুর। ভারতীয় বিমান বাহিনী জাতীয় পতাকা এবং অপারেশন সিঁদুর পতাকা বিশেষ ফ্লাইপাস্ট-এ উড়ে যাবে লালকেল্লার উপর দিয়ে। সূত্রের খবর, চলতি বছরের স্বাধীনতা দিবসের আমন্ত্রণ পত্রেও থাকছে অপারেশন সিঁদুর। 

 

উদযাপন প্রসঙ্গে সরকারী বিবৃতিতে বলা হয়েছে, ২০৪৭ সালের মধ্যে সরকারের লক্ষ্য বিকশিত ভারতের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি সমৃদ্ধ, সুরক্ষিত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলা, দেশের উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলিত হবে চলতি বছরের থিম-এর মাধ্যমে।

আরও পড়ুন: ভারত সত্যিই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পাক যুদ্ধবিমান এফ-১৬? প্রশ্ন শুনেই সব পাকিস্তানের ঘাড়ে ঠেলল মার্কিন বিদেশ দপ্তর!

 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে, উদযাপন প্রসঙ্গে সামনে এসেছে যেসব তথ্য-

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাল কেল্লা থেকে উদযাপনের নেতৃত্ব দেবেন, যেখানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

ভারতীয় বিমান বাহিনী এই বছরের অনুষ্ঠানের সমন্বয়কারী বাহিনী, আনুষ্ঠানিক গার্ড অফ অনার, ২১ টি তোপধ্বনি এবং জাতীয় পতাকা এবং অপারেশন সিঁদুর পতাকা উভয় বহনকারী একটি বিশেষ ফ্লাইপাস্ট থাকবে।

লাল কেল্লায় পৌঁছানোর পর, প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং স্বাগত জানাবেন।

জিওসি লেফটেন্যান্ট জেনারেল ভাবনীশ কুমার প্রধানমন্ত্রীকে সাধারণ স্যালুট এবং গার্ড অফ অনার পরিদর্শনের জন্য স্যালুটিং বেসে নিয়ে যাবেন।

গার্ড অফ অনারে ৯৬ জন কর্মী থাকবেন। একজন অফিসার এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং দিল্লি পুলিশের ২৪ জন সদস্য থাকবেন। নেতৃত্ব দেবেন, উইং  কমান্ডার এএস সেখন।

প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানরা, পাশাপাশি প্রতিরক্ষা কর্মীদের প্রধানরা স্বাগত জানাবেন।

ফ্লাইং অফিসার রাশিকা শর্মা ১৭২১ ফিল্ড ব্যাটারি (অনুষ্ঠানিক) থেকে ২১-তোপের স্যালুটের সাথে সমন্বিতভাবে দেশীয় ১০৫ মিমি লাইট ফিল্ড গান ব্যবহার করে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনে সহায়তা করবেন।

আরও পড়ুন: ভয়ঙ্কর বিপদে রাহুল গান্ধী! তাঁর প্রাণনাশের আশঙ্কা, পুনে আদালতে প্রতিরোধমূলক সুরক্ষার আবেদন...

জাতীয় পতাকা রক্ষী তিনটি সশস্ত্র বাহিনী এবং দিল্লি পুলিশ থেকে সমানভাবে নেওয়া ১২৮ জন কর্মী রাষ্ট্রীয় স্যালুট উপস্থাপন করবেন।

জুনিয়র ওয়ারেন্ট অফিসার এম ডেকার নেতৃত্বে বিমান বাহিনীর ব্যান্ড জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, যেখানে প্রথমবারের মতো ১১ জন অগ্নিবীর 'বায়ু মিউজিসিয়ান' অংশগ্রহণ করবেন।

পতাকা উত্তোলনের সময়, উইং কমান্ডার বিনয় পুনিয়া এবং আদিত্য জয়সওয়ালের নেতৃত্বে দুটি আইএএফ এমআই-১৭ হেলিকপ্টার অনুষ্ঠানস্থলে ফুলের পাপড়ি বর্ষণ করবে। একটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং অন্যটিতে অপারেশন সিঁদুর পতাকা থাকবে।