আজকাল ওয়েবডেস্ক: বিহারের গয়াতে অবাক করা কান্ড। মাসে ১০ হাজার টাকা আয় করা শ্রমিককে ২ কোটি টাকার নোটিস দিল ইনকাম ট্যাক্স বিভাগ। ঘটনার জেরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। এই নোটিসের জেরে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে ওই পরিবারের সকল সদস্য।

 

বিহারের গয়ার বাসিন্দা রাজীব কুমার বর্মা। তিনি বহু বছর ধরেই বিহারের বাসিন্দা। মাসে মাত্র ১০ হাজার টাকা তিনি আয় করেন। তবে হঠাৎই তার বাড়িতে এল ২ কোটি টাকার নোটিস। এখানেই হয়রানির শেষ নয়, বিগত ৪ দিন ধরে ওই নোটিসটি নিয়ে রাজীব কুমার আয়কর বিভাগের অফিসে গিয়েছেন। কিন্তু তার সমস্যার সমাধান হয়নি। সেখানে গিয়ে বারেবারে রাজীব কুমার জানিয়েছে তিনি সারাজীবন ধরে শ্রমিকের কাজ করেছেন। মাসে তিনি মাইনে পান মাত্র ১০ হাজার টাকা। তবে কেন তাকে এত টাকার নোটিস পাঠানো হল।

 

২০১৫ সালের ২২ জানুয়ারি বিহারের একটি ব্যাঙ্কে তিনি ২ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করেছিলেন। সেই টাকা তিনি তুলে নিয়েছেন ২০১৬ সালের ১৭ আগস্ট। স্থানীয় বাসিন্দারা ফের তারা আয়কর অফিসে যাওয়ার পরামর্শ দেয়। গোটা ঘটনায় কোনও প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলেই মনে করছে তার বন্ধুরা। নোটিসে বলা হয়েছে ৭৬ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাকে। মাসে ১০ হাজার আয় করা ব্যক্তির সঙ্গে এহেন ঘটনায় গোটা এলাকাবাসী হতবাক।