আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল ভারতেও বহু মানুষ রয়েছেন যারা এখনও নগদ নিয়ে কাজ করতেই ভালবাসেন। তবে তারা কী জানেন তাদের প্রতিটি নগজ লেনদেনের উপর নজর রাখছে ভারতের আয়কর বিভাগ। ৫ টি বিশেষ নিয়ম রয়েছে সেখানে যদি আপনি নগদে লেনদেন করেন তাহলেই কিন্তু আপনার ঘরে চলে আসতে পারে আয়কর বিভাগের নোটিশ। সেগুলি এখন থেকেই জেনে রাখা উচিত।
যদি কোনও ব্যক্তি নগদ ১০ লক্ষ টাকা বা তার বেশি এক বছরের মধ্যে লেনদেন করেন তাহলে তার বিস্তারিত হিসাব তাকে আয়কর বিভাগকে দিতেই হবে। সেখানে একটি হোক বা একাধিক অ্যাকাউন্ট সব হিসাবই জমা দিতে হবে। নাহলে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠিয়ে দেবে।
একইভাবে যদি এক বছরের মধ্যে আপনি ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলেও আয়কর বিভাগ আপনাকে নোটিশ ধরাতে পারে। আপনার আয়ের উৎস সম্পর্কে তারা প্রশ্ন করতে পারে।
যদি নগদে কোনও সম্পত্তি কিনতে যান এবং সেখানে ৩০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন হয় তাহলে সমস্ত তথ্য আয়কর বিভাগকে জানাতেই হবে।
যদি আপনার ক্রেডিট কার্ডের বিল ১ লক্ষ টাকা হয়ে থাকে আর আপনি সেই টাকা নগদে দেন তাহলে আয়কর বিভাগ আপনাকে তার উৎস সম্পর্কে জানতে চাইবে। যদি এক বছরে ১০ লক্ষ টাকা ক্রেডিট কার্ডে লেনদেন করেন তার তথ্যও দিতে হবে।
সবার শেষে বলা যায় যদি ১০ লক্ষ টাকার শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড নগদে কিনতে যান তাহলেও আয়কর বিভাগের নজরে থাকবেন আপনি। কোথা থেকে আপনি সেই টাকা পেয়েছেন সেটা জানতে চাইবে আয়কর বিভাগ।
