আজকাল ওয়েবডেস্ক: সেতু বানানো হয় উন্নত, সহজ যোগাযোগব্যবস্থার জন্য। ১২ জানুয়ারি, ২০২৪-এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বইয়ে অটল সেতুর উদ্বোধন করেন। তারপর থেকেই স্বাভাবিক ভাবে দৈনন্দিন জীবনে যোগাযোগের মাধ্যম হিসেবে এই সেতুর ব্যবহার বেড়েছে ব্যাপক হারে।
১২ জানুয়ারি সেতু উদ্বোধনের পর, ১৩ জানুয়ারি ওই সেতুর উপর শুরু হয় যানবাহন চলাচল। বাস, ব্যক্তিগত গাড়ি সহ তথ্য বলছে, গত সাতমাসে অটল সেতু দিয়ে ৫০ লক্ষ, চার হাজার ৩৫০ যানবাহন আসা যাওয়া করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিজে এই তথ্য জানিয়েছেন।
এই সেতুর কারণে মুম্বইয়ে যোগযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, সময় কমেছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার। বিশেষ করে দক্ষিণ মুম্বইয়ের সঙ্গে পুনে বা নাভি মুম্বইয়ের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। নাভি মুম্বইয়ে তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে ছত্রপতি শিবাজী মহারাজ অন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে।
