আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা অন্যান্য সময়ের তুলনায় ১.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৫.৩০টা নাগাদ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। শনিবার দিল্লিতে ০.১ মিমি হালকা বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

রবিবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, দিল্লির বাতাসের গুণমান বর্তমানে ‘সন্তোষজনক’ পর্যায়ে রয়েছে। রবিবার বিকেল ৪টায় সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৯৮। শ্রেণিবিন্যাস অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স যদি ০ থেকে ৫০-র মধ্যে থাকে তা ‘ভাল’, ৫১-১০০ ‘সন্তোষজনক’, ১০১-২০০ ‘মাঝারি’, ২০১-৩০০ ‘খারাপ’, ৩০১-৪০০ ‘অতিমাত্রায় খারাপ’ এবং ৪০১-৫০০ ‘চরম’ হিসেবে গণ্য হয়। এরই মধ্যে রাজধানী সহ আশেপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে প্রশাসন।