আজকাল ওয়েবডেস্ক: বছরশেষে কোথাও শীতের ঝোড়ো ব্যাটিং, কোথাও আবার খামখেয়ালি আবহাওয়া। একাংশে তুমুল বৃষ্টিতে ভোগান্তি, অন্যদিকে আবার প্রবল শৈত্যপ্রবাহে জবুথবু দশা। ডিসেম্বরের শেষে কোথায় কেমন আবহাওয়া থাকবে, রইল বড় আপডেট।
মৌসম ভবন সূত্রে খবর, গোটা উত্তর ভারত জুড়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী। কয়েকটি রাজ্যে ঘন কুয়াশা, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি, আবার একাধিক রাজ্যে তুষারপাতে ব্যাপক ভোগান্তি। আজ, মঙ্গলবার দিল্লি, উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শৈত্যপ্রবাহ ও তুষারপাতের সতর্কতা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরে।
অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে ঘন কুয়াশা ও প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপমাত্রার পারদ আরও নামতে পারে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানে। প্রায় সব রাজ্যেই আগামী কয়েকদিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বছর শেষে উত্তর ভারত জুড়ে হাড়কাঁপানো ঠান্ডার আমেজ বজায় থাকবে।
উত্তর ভারত যখন ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, সেই সময়েই তুমুল বৃষ্টিতে নাজেহাল দশা দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। আজ থেকে আগামী দু'দিন তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে কর্ণাটক, কেরলের কয়েকটি এলাকাতেও।