আজকাল ওয়েবডেস্ক: 'ডানা'র চোখ রাঙানি সরতে না সরতেই, নভেম্বরের শেষে আবারও দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। যা আরও ঘনিভূত হলে আবারও তুমুল বৃষ্টিতে ছারখার হতে পারে বিস্তীর্ণ এলাকা। তুমুল বৃষ্টি হলে আরও নামতে পারে তাপমাত্রার পারদ! কী বলছে আবহাওয়া দপ্তর?
মৌসম ভবন সূত্রে খবর, ২১ নভেম্বর, বৃহস্পতিবার দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পশ্চিম অসমের উপর, দক্ষিণ তামিলনাড়ু এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলে, এটি ৪৮ ঘণ্টায় পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করবে। ঘূর্ণাবর্ত তৈরির পরের দুই থেকে তিনদিনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হলে, আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদিও গভীর নিম্নচাপ শক্তি বাড়াবে কি না, ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি আবহাওয়াবিদরা।
তবে মৌসম ভবন জানিয়েছে, আগামী পাঁচদিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। হালকা শীতের স্পেল চলবে। ভোরে কুয়াশায় ঢাকা থাকবে বাংলার অধিকাংশ জেলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোরে ভরপুর শীতের আমেজ অনুভূত হবে। পাশাপাশি কুয়াশার জন্য জারি রয়েছে সতর্কতাও। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, সেক্ষেত্রে বাংলায় বিশেষ কোনও প্রভাব পড়বে কি না, তাও নির্দিষ্টভাবে জানায়নি আবহাওয়া দপ্তর।
