আজকাল ওয়েবডেস্ক: মে মাসের পর জুন, চরম দুর্যোগে দুর্ভোগ থেকে নেই রেহাই। চলতি মাসের প্রথম সপ্তাহে আবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, বৃহস্পতিবার রাজ্যে রাজ্যে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের তুমুল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার ১১টি রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে দুর্যোগের ঘনঘটা জারি এখনও। এই রাজ্যগুলিতে আগেভাগেই সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
আজ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র মেঘালয়ে অতি প্রবল বৃষ্টির চরম সতর্কতা রয়েছে। ৮ জুন, রবিবার পর্যন্ত এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি চলবেই।
আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, মহারাষ্ট্র, উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, শুক্রবার ছত্তিশগড়, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র, রাজস্থানে তুমুল বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ওড়িশায়। শনিবার থেকে সোমবারের মধ্যে তীব্র গরম অনুভূত হবে পশ্চিম রাজস্থানে। আগামী কয়েকদিনে দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আংশিক মেঘলা আকাশ থাকলেও, স্বস্তির আবহাওয়া আপাতত থাকবে না রাজধানীতে।
