আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে বড়সড় দুর্যোগ। সাবধানবাণী শোনাল আইএমডি। দক্ষিণ এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ–সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ২৬ অক্টোবর পর্যন্ত এই দুর্যোগের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের কথায়, দেশের দক্ষিণের রাজ্যগুলি যেমন তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। লাক্ষাদ্বীপেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন জানিয়ে দিয়েছে, দক্ষিণ–পূর্ব আরবসাগরে একটি গভীর নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। সেটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে এগোতে থাকবে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা বেড়ে গিয়েছে। এর প্রভাব পড়বে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এবং সেটি বিস্তৃত হবে দেশের অভ্যন্তরীণ অঞ্চলের কিছু অংশেও। তামিলনাড়ু, কেরল এবং অন্ধ্রপ্রদেশের বহু জেলায় এই সময়ে হড়পা বানের সতর্কতাও জারি করেছে মৌসম ভবন। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে ওই রাজ্যগুলিকে খুব প্রয়োজন ছাড়া এড়িয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের।
আরও পড়ুন: বর্ষা বিদায় নিলেও দুর্যোগ থামছে না, মঙ্গলবার ভাসতে পারে এই চার জেলা, জারি হলুদ সতর্কতা ...
মৌসম ভবন সতর্কবার্তায় বলেছে, ২৩ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলে। বিশেষ করে উপকূলীয় এবং সংলগ্ন অঞ্চলগুলিতে। চেন্নাই, কাড্ডালোর, নাগাপত্তিনম এবং তিরুভাল্লুরে সতর্কতা জারি করা হয়েছে। ২২–২৪ অক্টাবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল এবং মাহেতে। বিশেষ করে মধ্য এবং উত্তরের জেলাগুলি যেমন ইদুকি, ওয়েনাড়, কোঝিকোড়, মলপ্পুরমে সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটকে ২৫ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমায় ২২–২৫ অক্টোবরের মধ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৩–২৫ অক্টোবর পর্যন্ত।
এর পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি দেশের পূর্ব এবং মধ্য ভাগেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতে চলেছে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে। সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে ২৪ অক্টোবর পর্যন্ত ঝড় এবং বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়েও ২৩ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে বাংলার জন্য এখনও কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।
