আজকাল ওয়েবডেস্ক: উত্তর ভারতে ধীরে ধীরে শীতের দাপট বাড়ছে। পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লিতে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার খেলা। বাড়িতে বসে থাকাই এখন সকলের কাছে সমস্যার হয়ে পড়ছে। জম্মু-কাশ্মীর থেকে শুরু করে হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা মুখ ঢেকেছে ঘুন কুয়াশার চাদরে। 

 


তবে এরই মধ্যে ফের একবার বৃষ্টির সতর্কতা জারি করল আইএমডি। দেশের বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে হলুদ এবং অরেঞ্জ অ্যালার্ট। আইএমডি জানিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে ফলে দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী তিনদিনের মধ্যে ভারী বৃষ্টি হবে। 


দিল্লিতে শীতের দাপটের সঙ্গে চলছে কুয়াশার খেলা। সেখানেই ফের একবার বৃষ্টির সতর্কতা জারি করা হল। দিল্লিতে বিগত কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই নিচের দিকে রয়েছে। পাশাপাশি কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে জিরোতে নেমে গিয়েছে। কুয়াশার কারণে দিল্লিতে ১৫০ টির বেশি ট্রেন দেরিতে চলছে। বিমান চলাচলের বিঘ্ন ঘটছে।

 


এবার মকর সংক্রান্তিতে রাজস্থানে বৃষ্টি হবে। ১৬ জানুয়ারি পর্যন্ত রাজস্থানে ভারী বৃষ্টি হবে। রাজস্থানের ধারেই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে তাই সেখানেই বেশি বৃষ্টি হবে। অন্যদিকে ভারী বৃষ্টির সঙ্গে তুষারপাতও চলচে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে। ফলে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল বেশ খানিকটা বিঘ্নিত হবে।

 

পাশাপাশি রেল এবং বিমান পরিষেবাও ব্যহত হবে। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিম হিমালয়তে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হবে। ফলে এই রাজ্যগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রার বেশ খানিকটা হেরফের হবে। এই আবহাওয়া যতদিন চলবে ততদিন পর্যন্ত দেশের এই অংশে শীতের পাশাপাশি ভারী বৃষ্টিও চলবে।