আজকাল ওয়েবডেস্ক: বিরাট ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে ৫ টি ঘুর্ণাবর্ত তৈরির মতো পরিস্থিতি হয়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই বদলে যাবে আবহাওয়া।
আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যে প্রচুর ঝড়বৃষ্টি হবে। বিশেষত পূর্বদিকের রাজ্যগুলিতে এই আশঙ্কা বেশি থাকছে। যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রবল ঘুর্ণাবর্তের সামনে পড়তে হবে এই রাজ্যগুলিকে।
যে পাঁচটি ঘুর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলি একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে আইএমডি। প্রথম ঘুর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম রাজস্থানের দিকে। দ্বিতীয় ঘুর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে মধ্য এবং দক্ষিণ মধ্যপ্রদেশের দিকে। তৃতীয় ঘুর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে মান্নারের দিকে। চতুর্থ ঘুর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং তামিলনাড়ুর দিকে। পঞ্চম ঘুর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম অসমের দিকে।
আইএমডি জানিয়েছে মধ্যভারত এবং মহারাষ্ট্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে। একইভাবে টানা বৃষ্টি হবে মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অসম এবং মেঘালয়ে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আগামী দুদিনের মধ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হবে। হিমালয়ের কোলে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। ফলে এটির ফলে আগামীদিনে প্রচুর বৃষ্টিপাত হবে। ফলে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশেও চলতি সপ্তাহে প্রচুর বৃষ্টি হবে।
যদিও দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। সেই তালিকায় পশ্চিম রাজস্থান, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, গোয়া রয়েছে। তবে যে পাঁচটি ঘুর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেখান থেকে দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী দুদিনের মধ্যেই গোটা পরিস্থিতি বদলে যাবে বলে জানিয়ে দিয়েছেন আবহবিদরা।
