আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানা থেকে উদ্ধার ৪ হাজার মোবাইল ফোন। ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তেলেঙ্গানা পুলিশের সাইবার সেল এই বিশেষ অভিযান চালায়। তিনটি ব্যাগ করে এই মোবাইলগুলি পাচার করা হচ্ছিল। ধৃতদের কাছ থেকে তিনটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।
সাইবার সেলের পক্ষ থেকে বলা হয়েছে এই মোবাইলগুলি বিভিন্ন এলাকা থেকে কম দামে কেনা হত। সেখান থেকে এগুলিকে কম দামে পাচার করে দেওয়া হত বিহারে। জেরায় ধৃতরা স্বীকার করেছে এই মোবাইল ফোনগুলি তাঁরা সাইবার অপরাধীদের হাতে তুলে দিত। ঝাড়খণ্ডের জামতাড়া, দেওঘর এবং অন্যত্র এই মোবাইলগুলিকে দিয়ে সাইবার অপরাধের কাজ করত অপরাধীরা।
পুলিশ জানিয়েছে অনলাইন স্ক্যামের ক্ষেত্রে এই মোবাইল ফোনগুলি ব্যবহার করা হত। আইটি আইন অনুসারে ধৃতদের গ্রেপ্তার করে চলছে জিজ্ঞাসাবাদ। এই পাচার চক্র দেশের আর কোন প্রান্তে রয়েছে তার হদিশ করতে চাইছে তেলেঙ্গানার সাইবার সেল। চলতি বছরের মে মাসে তেলেঙ্গানা পুলিশ একটি দলকে গ্রেপ্তার করেছিল। সেইসময় তাঁদের কাছ থেকে ৭১৩ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে এবারের অভিযান তার থেকেও সফল বলেই মনে করছে সাইবার ক্রাইম বিভাগ।
