আজকাল ওয়েবডেস্ক : যদি আপনার কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে এই খবরটি আপনাকে পড়তে হবে। এই ব্যাঙ্ক তার ক্রেডিট কার্ড নিয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম বের করেছে। সেই নিয়ম মেনে আপনাকে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।
নতুন এই নিয়ম চলতি বছরের ১৫ নভেম্বর থেকে লাগু হয়ে যাবে। ইটিলিটি বিল নিয়ে এতদিন আপনি ৪০ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারতেন। কিন্তু এবার সেই টাকার অঙ্ক বেড়ে হয়েছে ৮০ হাজার টাকা। তবে এর থেকে যদি বেশি পেমেন্ট করতে চান তাহলে আপনাকে ১% হারে অতিরিক্ত চার্জ দিতে হবে।
দৈনিক জিনিস কেনার ক্ষেত্রে আপনি ২০ হাজার টাকার বেশি খরচ করতে পারবেন না। শপিং এর ক্ষেত্রে আপনি ৪০ হাজার টাকার বেশি খরচ করতে পারবেন না। আর গাড়ির জ্বালানির ক্ষেত্রে আপনি ৫০ হাজার টাকার বেশি খরচ করতে পারবেন না।
যদি শিক্ষার ক্ষেত্রে আপনি কোনও থার্ড পার্টিকে পেমেন্ট করেন তাহলে আপনাকে ১% অতিরিক্ত চার্জ দিতে হবে। লেট পেমেন্ট এর ক্ষেত্রে টাকার মাত্রা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।
