আজকাল ওয়েবডেস্ক: চাকরি জীবনে বরাবর চর্চায় থেকেছেন কাজের জন্য। অবসর গ্রহণের আগে হাতে আর কয়েকমাস। তখনও তাঁকে দেওয়া হল বড় দায়িত্ব। তিনি অশোক খেমকা। ৩৩ বছরের কর্মজীবনে তাঁর বদলি হয়েছে ৫৭ বার। কর্মক্ষেত্রে তাঁর সুনাম সততা এবং নিষ্ঠার জন্য। বারবার প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তাঁকে। অবসর গ্রহন করবেন ২০২৫ সালের ৩০ এপ্রিল। তার আগেই বড় দায়িত্ব আইপিএস অফিসারকে। হরিয়ানার পরিবহন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে বসানো হয়েছে তাঁকে।

 মনোহর লাল খট্টরের নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম মেয়াদে পরিবহণ কমিশনার হিসেবে কাজ করেছিলেন তিনি, তার প্রায় এক দশক পর মন্ত্রী অনিল ভিজের তত্ত্বাবধানে অশোক খেমকাকে ফের আনা হয়েছে পরিবহণ দপ্তরে। যদিও আগের দফায় পরিবহন দপ্তরে মাত্র চারমাস কাজ করেছিলেন। পরিবহণ কমিশনার থাকাকালীন অশোক  অটোমোবাইল এবং বৈদ্যুতিনপণ্য বহনকারী বড় ট্রাক এবং ট্রেলারগুলির ফিটনেস শংসাপত্র দিতে চাননি, যার ফলে সেই সময় ট্রাক ধর্মঘট শুরু হয়। সেই পরিস্থিতি সামাল দিতে সরকারের সময় লেগেছিল বেশ অনেকটা। 

নিজের কর্মক্ষেত্রে বারবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। নিজের সমাজমাধ্যমেও বারবার তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন। শেষ এক দশকেই তিনি একাধিক পদে থেকেছেন।  গত বছর, খেমকা তৎকালীন মুখ্যমন্ত্রী খট্টরকে চিঠি লিখেছিল এবং ভিজিল্যান্স বিভাগে দুর্নীতির জড় উৎপাটনের কথা বলেছিলেন।