আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য রাস্তায় ফেলে খুন। গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরালও করা হল। শিউরে ওঠার মতো ঘটনা হায়দ্রাবাদের মাচা রেড্ডি গ্রামে। ২৫ বছর বয়সী এক তরুণ যার নাম উমেশ বলে জানা যাচ্ছে, তাকে ছুরির ঘায়ে কচুকাটা করে দুই আততায়ী। 


ঘটনার ভিডিও তে দেখা গেছে জাতীয় সড়কে গাড়ি দাঁড়িয়ে পড়ে লাইন দিয়ে। খুন করে নির্বিঘ্নে রাস্তা টপকে চলেও যায় দুই আততায়ী। পুলিশ ঘটনাস্থলে যায় এবং দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে খুনের পেছনের কারণ খুঁজছে পুলিশ। নিহতের আত্মীয়দের তরফেও খুনের কারণ জানা যায়নি। তাঁরা জানিয়েছেন ছেলে হিসেবে নির্বিবাদী ছিল উমেশ।


আরেকটা ভিডিওতে নিহতের আত্মীয়দের কাঁদতে দেখা যায় রক্তাক্ত দেহকে ঘিরে। হায়দ্রাবাদের সাম্প্রতিক সময়ে খুন, ডাকাতি বৃদ্ধি পেয়েছে। দিনের আলোয় প্রকাশ্যে হেনস্তা, রাহাজানি হচ্ছে। যার পেছনে জমিজমা সংক্রান্ত বিবাদ থেকে শুরু করে প্রেম জনিত বিবাদও রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটছে রাজ্যে।