আজকাল ওয়েবডেস্ক: বাতাসে জল থাকে সেটা আমরা সকলেই জানি। তবে সেই জল কী পানীয় জল। সেটা নিয়ে বহুদিন ধরেই নানা ধরণের গবেষণা চলছিল। তবে এবার হায়দরাবাদের একটি প্রতিষ্ঠান বাতাস থেকে জল তৈরি করার পদ্ধতি তৈরি করে ফেলল। একজন সফটওয়ার প্রফেসর এই কাজকে সম্ভব করে দেখিয়েছেন। নায়লা নামের ওই প্রতিষ্ঠান বাতাস থেকে জল তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
এটা সকলের জানা রয়েছে বাতাসের প্রতিটি কণাতেই লুকিয়ে রয়েছে গ্যাস এবং জল। এই জলের উপস্থিতি আমরা গরম কালে এবং শীতের সময় উপলব্ধি করি। তবে এতদিন ধরে এই বিষয়টি নিয়ে কোনও নতুন কাজ করা সম্ভব হচ্ছিল না। তবে কীভাবে একে কাজে লাগানো যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেন হায়দরাবাদের সফটওয়ার ইঞ্জিনিয়ার সূর্য ইয়াডাভেল্লি। তিনি প্রথমে ছোটো একটি মেশিন তৈরি করেন। সেখানে তিনি বাতাস থেকে জল তৈরি করেন।
তার এই কাজ শেষ হওয়ার পরই তিনি ঠিক করেন এবার নিজের কাজকে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। তাই নিজের সেই আবিষ্কারকে তিনি বড় আকারে সামনে নিয়ে আসেন। যে জল তিনি বাতাস থেকে তৈরি করেন তাকে তিনি এবার বোতলবন্দি করেন। নিজের এই যন্ত্রকে তিনি সফলভাবে কাজ করাতে শুরু করেছেন।
এই ধরণের আবিষ্কার ভারতে এর আগে কখনও হয়নি। যদিও এই তৈরি করা জল পানীয় জলের উপযুক্ত কিনা সেবিষয়ে আরও পরীক্ষা করা হবে। তবে বাতাস থেকে পরিষ্কার জল তৈরি হয়েছে তাকে পানীয় জল হিসাবে ব্যবহার করা যায় বলেই মনে করছেন সকলে। যদি বাতাস থেকে পানীয় জলের সমস্যা মিটে যায় তাহলে আগামীদিনে মাটির নিচ থেকে জল তোলার সমস্যা থেকে হয়তো অনেকটাই মুক্ত হওয়া যাবে।
বোতলবন্দি এই জল এখন পরীক্ষা করার জন্য সরকারি ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সবুজ সঙ্কেত দিলে তবেই এই জলকে বাজারে বিক্রি করা হবে। তবে বাতাস থেকে যে জলের অনুকে বোতলে নিয়ে আসা যায় সেই পদ্ধতি একেবারে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
এই সফটওয়ার ইঞ্জিনিয়ার মনে করছেন তার তৈরি করা যন্ত্র দিয়ে তিনি প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে যেতে চান। তাহলে সকলে নিজের বাড়ি থেকেই জল তৈরি করতে পারবে। ফলে জলের অভাব অনেকটাই মিটবে।
