আজকাল ওয়েবডেস্ক: ট্রেন রওনা দিয়েছিল হাওড়া স্টেশন থেকে। গন্তব্য ছিল মুম্বই। তবে মাঝরাস্তায় বিপত্তি। রাতের অন্ধকারে একসঙ্গে অন্তত ১৮টি কামরা লাইনচ্যুত। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত হয়েছেন অন্তত ৬ জন যাত্রী।
গত কয়েকমাসে পরপর রেল দুর্ঘটনার ছবি সামনে এসেছে। গত ২ মাসে ৩টি রেল দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় বারবার প্রশ্নের মুখে উঠছে যাত্রী নিরাপত্তা। কাঠগড়ায় রেল। এসব আলোচনার মাঝে মধ্যরাতে ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী রেল। মঙ্গলবার রাত ৩টা ৪৫ নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ল ১২৮১০, হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল। জানা গিয়েছে রাজখারসয়ান এবং বরাবাম্বু স্টেশনের মাঝে আচমকাই ঘটে এই দুর্ঘটনা।
এই দুর্ঘটনার কারণ কী? সেকথা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রেল লাইনে থাকা মালগাড়ির বগির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। তৎক্ষণাৎ শুরু হয়ে গিয়েছে উদ্ধারকার্য। তবে এখনও উদ্ধার সম্পন্ন হয়নি বলেই জানা গিয়েছেন। তবে যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। দুর্ঘটনার কারণ সন্ধানে চলছে তদন্ত। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। এই ট্রেনে বাংলা থেকে বড় সংখ্যায় রোগী মুম্বইয়ে চিকিৎসার জন্য যান বলে জানা গিয়েছে। রেল ইতিমধ্যে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর দিয়েছে।
হাওড়ার জন্য হেল্পলাইন নম্বর- ৯৪৩৩৩৫৭৯২০,
রাঁচির জন্য- ০৬৫১-২৭-৮৭১১৫
চক্রধরপুর- ০৬৫৮৭২৩৮০৭২
টাটানগর- ০৬৪৭৩৩৯০৩২৪
গত কয়েকমাসে পরপর রেল দুর্ঘটনার ছবি সামনে এসেছে। গত ২ মাসে ৩টি রেল দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় বারবার প্রশ্নের মুখে উঠছে যাত্রী নিরাপত্তা। কাঠগড়ায় রেল। এসব আলোচনার মাঝে মধ্যরাতে ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী রেল। মঙ্গলবার রাত ৩টা ৪৫ নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ল ১২৮১০, হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল। জানা গিয়েছে রাজখারসয়ান এবং বরাবাম্বু স্টেশনের মাঝে আচমকাই ঘটে এই দুর্ঘটনা।
এই দুর্ঘটনার কারণ কী? সেকথা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রেল লাইনে থাকা মালগাড়ির বগির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। তৎক্ষণাৎ শুরু হয়ে গিয়েছে উদ্ধারকার্য। তবে এখনও উদ্ধার সম্পন্ন হয়নি বলেই জানা গিয়েছেন। তবে যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। দুর্ঘটনার কারণ সন্ধানে চলছে তদন্ত। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। এই ট্রেনে বাংলা থেকে বড় সংখ্যায় রোগী মুম্বইয়ে চিকিৎসার জন্য যান বলে জানা গিয়েছে। রেল ইতিমধ্যে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর দিয়েছে।
হাওড়ার জন্য হেল্পলাইন নম্বর- ৯৪৩৩৩৫৭৯২০,
রাঁচির জন্য- ০৬৫১-২৭-৮৭১১৫
চক্রধরপুর- ০৬৫৮৭২৩৮০৭২
টাটানগর- ০৬৪৭৩৩৯০৩২৪
