আজকাল ওয়েবডেস্ক: প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল ভারত। এই দীর্ঘ সময়ে ব্রিটিশরা ভারত থেকে ব্যাপকভাবে সম্পদ লুঠ করেছে। বলা হয়, ব্রিটিশ শাসনের অধীনে আসার আগে বিশ্বের অন্যতম ধনী দেশ ছিল ভারতবর্ষ। কিন্তু ২০০ বছরের ইংরেজ শাসনের পর দেশভাগ এবং অন্যান্য সমস্যার জেরে তৃতীয় বিশ্বের দেশ হয়ে ওঠে ভারতবর্ষ। ইতিহাসবিদদের মতে, ১৭৬৫ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত থেকে সুঠ করেছে প্রায় ৪৫ ট্রিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা গিয়ে দাঁড়াবে প্রায় ৮০ হাজার ট্রিলিয়ন রুপিতে।
পরিসংখ্যান বলছে, এই টাকার অঙ্কটা বর্তমান ব্রিটেনের বার্ষিক জিডিপির ১৫ গুণেরও বেশি। যদিও ব্রিটেনের জনগণ মনে করেন যে ভারতবর্ষ উপনিবেশে থাকলেও আলাদা করে ব্রিটেনের কোনও উল্লেখযোগ্য অর্থনৈতিক লাভ হয়নি। যেমন ভাবে দেশ এগোনোর ছিল তেমন ভাবেই এগিয়েছে। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। যে পরিমাণ টাকা ইংরেজরা ভারত থেকে নিয়ে গিয়েছেন তাতে করে অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিক ভাবে অনেক এগিয়েছে ব্রিটেন। বলা হয়, ব্রিটিশ সরকার ভারতের যে পরিমাণ সম্পদ লুঠ করে নিয়ে গিয়েছিল তার শূন্যস্থান ফিরিয়ে আনতে আজও টানা লড়াই করে যাচ্ছে ভারত।
এই বিপুল পরিমাণ অর্থের এক চতুর্থাংশও পেলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেত বলে মনে করেন ইতিহাসবিদরা। ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনে ছিল ভারত। পলাশি যুদ্ধে জয়ের পরই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের প্রভাব প্রতিষ্ঠা করে। এরপর ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গায় ভারতের শাসনভার নেন রাণী ভিক্টোরিয়া। ১৫ আগস্ট ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করে এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তবে যে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে লুঠ হয়েছে তার শূন্যস্থান আজও পূরণ করতে হচ্ছে ভারতকে।
