আজকাল ওয়েবডেস্ক: যারা বেসরকারি অফিসে কাজ করেন তাদের মধ্যে অনেকেরই পিএফ অ্যাকাউন্ট রয়েছে। এখানে নিজের মাস মাইনের ১২ শতাংশ দেয় অ্যাকাউন্ট হোল্ডার। যে প্রতিষ্ঠানে সে কাজ করে সেই প্রতিষ্ঠানও তার নামে একই পরিমানে টাকা জমা করে। এবারে পেনশন ফান্ড থেকে সেখানে ৮.৩৩ শতাংশ হারে সুদ জমা হয়। পাশাপাশি ৩.৬৭ শতাংশ সুদ সরাসরি এই পিএফ অ্যাকাউন্টে জমা হয়ে থাকে।

 

তবে এটা হয়তো অনেকেই জানেন না যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে তারা ৬০ বছরের পর কত টাকা হাতে পাবেন। আবার অনেকে এটা জানেন না ৬০ বছর পর তারা পেনশন হিসাবে কত টাকা পাবেন। এবিষয়ে বেশ কয়েকটি নিয়ম রয়েছে। সেগুলি দেখে নেওয়া যাক। ইপিএফও নিয়ম অনুসারে যদি কারও পিএফ অ্যাকাউন্ট ১০ বছরের বেশি থাকে তাহলে সে পেনশন পাওয়ার তিনি যোগ্য।

 

৫০ বছর পর সেই ব্যক্তি নিজের পেনশনের জন্য আবেদন করতে পারবেন। তবে যদি কেউ মনে করেন তিনি ৫৮ বছর বাদেও এই পেনশনের জন্য আবেজন করতে পারেন। তবে যদি ৬০ বছর পর কেউ পেনশন পেতে চান তাহলে তিনি ৮ শতাংশ হারে বেশি পেনশন পাবেন। ইপিএফও এমনই নিয়ম চালু করেছে। যদি সেই ব্যক্তির মাইনে হয়ে থাকে মাসে ১৫ হাজার করে তবে তিনি পেনশন হিসাবে পাবেন ১২৫০ টাকা।

 

যদি আপনার বয়স ২৩ বছর হয় এবং আপনি ৫৮ বছর বয়সে অবসর গ্রহণ করেন তাহলে আপনার মোট কাজের সময়সীমা হবে ৩৫ বছর। সেখানে আপনি কিছুটা বেশি হলেও পেনশন পেতে পারেন। সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন ৭৫০০ টাকা। তবে যদি দ্রুত পেনশন পাওয়ার কথা ভাবেন তাহলে সেখানে সুদের হার কিছুটা হলেও কমবে।