আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে ২ শতাংশ করে। তাদের ডিএ একধাক্কায় ৫৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৫ শতাংশ। তবে আদতে কত টাকা করে তারা পাবেন।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ঘরে ইতিমধ্যেই সুখবর চলে এসেছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ২ শতাংশ হারে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এই ডিএ সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছাড়াও যারা পেনশনভোগী তারাও পাবেন। এবিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে মোদি মন্ত্রিসভা। ২৮ মার্চও ঘোষণা করে দেওয়া হয়েছে বিষয়টি।
যদিও দেরিতে ডিএ ঘোষণা করা হয়েছে তবে সুখের খবর হল চলতি বছরের জানুয়ারি মাস থেকেই এই বর্ধিত ডিএ দেওয়া হবে। দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে যারা পেনশনভোগী তারাও পাবেন এই ডিএ। মানে হল তিনমাসের ডিএ তারা একসঙ্গেই পাবেন। সেবিষয়ে কোনও সন্দেহ নেই।
এর আগে ডিএ বেড়েছিল ৩ শতাংশ এবং ৪ শতাংশ। তবে এবার সেটি বেড়েছে ২ শতাংশ করে। প্রতিবার হোলি এবং দীপাবলির আগে ডিএ ঘোষণা করা হয়। তবে এবার হোলির পরেই ডিএ ঘোষণা করা হয়েছে।
ধরা যাক যাদের বেসিক ১৯ হাজার টাকা। ডিএ সেখানে ২ শতাংশ করে বাড়লে ৩৮০ টাকা মাসে বাড়ল। অর্থাৎ ২ শতাংশ করে হল ১৮ হাজার টাকা। ফলে বছরে ৪ হাজার ৫৬০ টাকা অতিরিক্ত তারা পাবেন।
ঠিক তেমনভাবে যারা পেনশনভোগী তাদের বেসিক পেনশন যদি হয় ৮ হাজার টাকা। তাহলে তারা ১৬০ টাকা করে বেশি পাবেন। ফলে মোট হল ১৯২০ টাকা। ফলে তাদের ঘরেও এল স্বস্তির নিঃশ্বাস।
এরপর রয়েছে অষ্টম বেতন কমিশন। সেখানে ফের একবার নতুন করে সকলের দিকটি ফের একবার নজরে থাকবে কেন্দ্রীয় সরকারের। সেখানেও মাইনে থেকে শুরু করে পেনশন সবতেই বিরাট লাফ হবে সেকথা বলাই যায়। সেখানে তারা চলতি বছর থেকে বেশ খানিকটা স্বস্তিতে থাকবে সেটা বলাই যায়।
