আজকাল ওয়েবডেস্ক : কোভিড নাইটিনের জেরে শিশুদের বিশেষ ক্ষতি হয়নি। তবে সেইসময় যেসব শিশুরা কোভিডে আক্রান্ত হয়েছিল তাঁদের মধ্যে এখনও রয়ে গিয়েছে কিছু সমস্যা। সমীক্ষা থেকে দেখা গিয়েছে দৈনন্দিন জীবনে তারা ফের ফিরেছে ঠিকই কিন্তু তাঁদের মধ্যে রয়ে গিয়েছে ঝিমুনি ভাব।

 

মার্কিন একটি গবেষণা সংস্থা জানিয়ে দিয়েছে বেশিরভাগ শিশু যারা কোভিডে আক্রান্ত হয়েছিল তাঁদের মধ্যে শারীরিক দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে। তাঁদের দেহের ওজন, রক্তের চাপ এবং হার্ট এর ফলে কিছুটা হলেও প্রভাবিত হয়েছে। এরফলে শিশুরা ঝিমুনিভাবের শিকার হয়েছে।

 

তাঁদের বুদ্ধিও কিছুটা প্রভাবিত হয়েছে। আসলে কোভিড তাঁদেরকে শেষ করে না দিলেও তাঁদের মস্তিষ্কে গভীরভাবে প্রভাব ফেলেছে। ১০০ জন শিশুর উপর পরীক্ষা করে দেখা গিয়েছে তাঁদের মধ্যে ৬৭ শতাংশ ঝিমুনির শিকার হয়েছে, ২৫ শতাংশ অপুষ্টির শিকার হয়েছে, শরীরের ব্যাথা রয়েছে ২৩ শতাংশের।

 

এগুলি পরবর্তীকালে তারা কাটিয়ে উঠলেও সম্পূর্ণ সুস্থ তারা হতে পারেনি। এগুলি ধরা পড়েছে স্কুল, সামাজিক অনুষ্ঠান, দৈনন্দির জীবনের বিভিন্ন কাজের সময়। গবেষণা থেকে দেখা দিয়েছে পরবর্তীকালে এই সমস্যা থেকে তারা কিছুটা বের হয়ে এলেও সম্পূর্ণ সুস্থ হতে পারেনি।