আজকাল ওয়েবডেস্ক: ঈদ-উল-জুহা উদযাপনের সময় অসমের হিন্দু ধর্মীয় স্থানের কাছে গরু জবাই এবং গরুর মাংস খাওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি রাজ্যের গরু সংরক্ষণ আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। আর আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ঈদের সময় ঘটে য়াওয়া এই ধরনের ঘটনাগুলিকে ইচ্ছাকৃত উস্কানি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী হিন্দু উপাসনালয়ের কাছে গরুর দেহাবশেষ পাওয়া যাওয়ার সাম্প্রতিক প্রতিবেদনের কথাও উল্লেখ করে সতর্ক করে দিয়েছেন। জানিয়েছেন, এই ধরনের ঘটনা উত্তেজনা বাড়াতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন, "এটি কেবল আইন-শৃঙ্খলার সমস্যা নয়, বরং সামাজিক শান্তির জন্য উদ্বেগজনক। এই ধরনের উস্কানির মাধ্যমে বিভেদ সৃষ্টি করার চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"  

হিমন্ত বিশ্ব শর্মা জোর দিয়ে বলেন যে, "সমস্ত সম্প্রদায়ের মানুষ অন্যদের অনুভূতিতে আঘাত না করে শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারে। এটা নিশ্চিৎ করাই রাজ্য সরকারের অগ্রাধিকার।"