আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনে মেঘভাঙা বৃষ্টি দেশের নানা জায়গায়। প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল। জারি লাল সতর্কতা। এসবের মাঝেই ভয়াবহ পরিণতি। ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত। ইতিমধ্যে ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, চোখের সামনে, নিমেষে ভেঙে পড়েছে একটি পাঁচতলা বাড়ি।
সোমবার সিমলায় এই ঘটনা ঘটেছে। ওই বাড়ির মালিক অঞ্জনা বর্মা জানিয়েছেন, পরিস্থিতি বিচারে রবিবার রাতেই তিনি তাঁর বাড়ি ‘রাজ নিবাস’ ফাঁকা করে দিয়েছিলেন। বাড়ি ফাঁকা করা হয়েছিল, বাসিন্দারাও সরে গিয়েছিলেন অন্যত্র।
যদিও তাঁর অভিযোগ, নিকটবর্তী স্থানে একটি রাস্তা তৈরির কারণেই তাঁর বাড়িতে ফাটল ধরে। গ্রামের প্রধানও ওই নয়া নির্মানকার্যের দিকে আঙুল তুলেছেন। জানিয়েছেন, ওই রাস্তা তৈরির কাজের কারণে আরও একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে।
একই সঙ্গে উল্লেখ্য, রবিবার আবহাওয়া অফিস হিমাচলপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য ‘লাল’ সতর্কতা জারি করেছে।
১২টি জেলার মধ্যে, সিমলা, বিলাসপুর, হামিরপুর, কাংড়া, মান্ডি, সোলান, সিরমৌর, উনা, কুল্লু এবং চাম্বার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস ভূমিধস, জলজমা, ঝুঁকিপূর্ণ কাঠামোর ক্ষতি, যানজট এবং প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করেছে। এখনই প্রবল বর্ষণে সেখানে বন্যা পরিস্থিতি। প্রাণ গিয়েছে বহু মানুষের।
