আজকাল ওয়েবডেস্ক: ছোট্ট ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত। শেষপর্যন্ত সেই বিরোধের মিমাংসা হল আদালতে। আগ্রার ঘটনা যেন সতর্কবার্তা। হাই-হিল চপ্পলকে নিয়ে আপাতদৃষ্টিতে তুচ্ছ বিরোধ আর একটু এগোলেই বিবাহ-বিচ্ছেদে পরিণত হচ্ছিল। এই ঘটনা ২০২৪ সালের।
বিয়ের পর, স্ত্রী তাঁর স্বামীকে হাই-হিল চপ্পল কিনে দিতে বলে ছিলেন। স্বামী তাঁর স্ত্রীর ইচ্ছা পূরণ করেন। কিন্তু ওই চপ্পল পরে হাঁটতে গিয়েই যত কাণ্ড। পড়ে যান স্ত্রী। আহতও হন। এর পর, স্বামী তাঁর স্ত্রীকে হাই-হিল চপ্পল পরা বন্ধ করতে বলেন। কিন্তু রাজি ছিলেন না স্ত্রী।
কিছুক্ষণ পরে, স্ত্রী আবার হাই-হিল চপ্পল পরার জন্য অনুরোধ করেন স্বামীর কাছে। সেই আর্জি নিমেষে খারিজ করেন স্বামী। যার ফলে তর্ক-বিতর্ক শুরু হয় এবং বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়ায়।
এই ঝামেলার জেরে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যান। ছিলেন প্রায় এক মাস ধরে। এই ঘটনার পর, আগ্রা পুলিশের পরিবার পরামর্শ কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয় স্ত্রীর তরফে। আগ্রা পরিবার পরামর্শ কেন্দ্রের কাউন্সেলর ডঃ সত্যেশ খিরওয়ারের মধ্যস্থতায়এর পর দম্পতি খান্ত হন। বিরোধ মেটে। তবে, এই ঘটনা ভাইরাল হয়েছে।
