আজকাল ওয়েবডেস্ক: ক্যাবে উঠে আচমকাই প্রসব বেদনা শুরু হয় এক মহিলার। গর্ভবতী মহিলাকে যন্ত্রনায় কাতর অবস্থায় দেখে ক্যাব চালক এগিয়ে আসেন। এমনকী মহিলাকে প্রসব করতেও সাহায্য করেন তিনি। মহিলার শারীরিক অবস্থা এমন হয়ে উঠেছিল যে, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁকে চার চাকার মধ্যেই প্রসব করতে হয়ছিল।ঘটনাটি গুরগ্রামের।
নেটমাধ্যম রেডিটে গোটা ঘটনা সম্পর্কে জানিয়ে ক্যাব চাকলকে ধন্যবাদ জানিয়েছেন এক ব্যক্তি। গর্ভবতী মহিলাকে তিনি তাঁর রাঁধুনির স্ত্রী বলে পরিচয় দেন। পোস্টদাতা জানান, রাঁধুনি এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ক্যাব বুক করেছিলেন তিনি। যাত্রাপথে আচমকাই প্রসব বেদনা ওঠে মহিলার। সেইসময় তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও, যন্ত্রনায় ছটপট করতে শুরু করেন গর্ভবতী মহিলা। ক্রমেই অসুস্থ হতে করেন তিনি। সেইসময় ক্যাব চালক ভয়ডরকে সরিয়েই মহিলার পাশে এসে দাঁড়ান। হাসপাতালের নিয়ে যাওয়ার অপেক্ষায় থাকেন না চালক। ওই ক্যাব চালকের সাহায্যেই মাঝরাস্তায় গাড়ির মধ্যেই প্রসব করেন মহিলা। ফুটফুটে এক শিশুর জন্ম দেন তিনি। পোস্টদাতা আরও জানান, উপকার করেও চালক কোনও অতিরিক্ত ভাড়া নেননি।
চালকের এই মানবিক দিক তুলে ধরে পোস্টদাতা তাঁকে ধন্যবাদ জানান। পরবর্তীকালে ইচ্ছে থাকা সত্বেও তাঁরা ওই চালকের সঙ্গে যোগাযোগ করতে উঠতে পারেননি। কারণ জানিয়ে করে পোস্টদাতা লিখেছেন, চালকের ফোন নম্বর খুঁজে পাননি তাঁরা। যার জেরে আর যোগাযোগ করা সম্ভাব হয়নি তাঁদের পক্ষে।
শেষে ওই চালকের নাম উল্লেখ করে পোস্টে লেখা রয়েছে, সাহায্য পেয়ে তাঁরা কৃতজ্ঞ। চলককে ধন্যবাদ জানাতে চান তাঁরা একইসঙ্গে ওই চালকের উপকারে কাজে লাগতে চান বলেও জানিয়েছেন পোস্টদাতা।
ইতিমধ্যেই এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষের নজরে এসেছে পোস্টটি। প্রতিক্রিয়ায় ভরে পোস্টের কমেন্ট বক্স।
