আজকাল ওয়েবডেস্কঃ  তোড়জোড় করে চলছিল বিয়ের আয়োজন। বিয়ে বাড়ি ভর্তি লোক। সকালে থেকে রাত- জমিয়ে ভুরিভোজ চলছিল। কিন্তু শেষে বিয়েই সম্পূর্ণ হল না। বউ ছাড়াই বরকে খালি হাতি বাড়ি ফিরত আসতে হল। ঘটনাটি উত্তরপ্রদেশের ভাদোহিরে। 

কনের অভিযোগ, পাত্র বদলে গিয়েছে। বিয়ের সম্বন্ধের সময় পাত্রী যাকে দেখছিলেন, বিয়ে করতে আসা ব্যক্তির সঙ্গে তাঁর মিল নেই। বদলে বরবেশে ছিলেন অন্য একজন। তাতেই বিয়ে করতে অস্বীকার করেন কনে। 

ঘটনা হল, মালা বদলের সময় কনে দেখেন বর পাল্টে গিয়েছে। পাত্রপক্ষের এই প্রতারণায় রেগে লাল হয়ে উঠেছিল কনের পরিবার। বর-সহ কয়েকজনকে আঁটকে রাখে কনের বাড়ির লোক। এই ঘটনার জেরে বিয়ে বাড়িতে ঘোর  উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সমাল দিতে পুলিশ এসে হাজির হয়। সমস্যার সমাধান করতে দুই পরিবার নিজেদের মধ্যে কথাবার্তা চালায়। যদিও কোনও রকম সমঝতা হয় না। শেষপর্যন্ত কনে তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। বিয়ে বন্ধ। কিছুক্ষণ পর কনের পরিবার বরপক্ষকে ছেড়ে দিলে তাঁরা বাড়ি ফিরে যান।