আজকাল ওয়েবডেস্ক: দিওয়ালি, ধনতেরাস, সমীক্ষা বলে এই সময়ে সোনা কেনার চাহিদা বাড়ে বহু অংশে। স্বাভাবিক ভাবেই এর দিন কয়েক আগে থেকেই নজর থেকে সোনার দামের দিকে। দাম বাড়ছে, নাকি কমছে! কমলে কিছুটা স্বস্তি মধ্যবিত্তের, বাড়লে মাথায় হাত। কিন্তু দাম বাড়ুক বা কমুক, তাতে কি আর বন্ধ থাকে সোনা কেনা! 

 

সোনার দাম বাড়ল না কমল? শুধু গতকালের থেকে কিংবা গত সপ্তাহ থেকে নয়, সোনার দাম গত এক বছরে কী পরিমাণ বেড়েছে জানেন? অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশন বলছে, ১০ গ্রাম সোনার দাম, গত বছর অর্থাৎ ২০২৩ এর ২৯ অক্টোবরের থেকে ৩৫ শতাংশ হারে বেড়েছে। ঠিক এক বছর আগে ১০ গ্রাম সোনার দাম ছিল ৬১, ২০০টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮২, ৪০০ টাকায়। দীপাবলি, দিওয়ালির প্রাক্কালে ব্যাপক হারে সোনা কেনাকাটা হয়েছে। সমীক্ষা বলছে ব্যাপক কেনাকাটার মধ্যেই দেশের রাজধানীতে বুধবার ১০ গ্রাম সোনার দাম বেড়েছে বড় অঙ্কে। 

 

 

অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশন জানাচ্ছে, ১০ গ্রামের ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনার দাম ১০০০ টাকা বেড়ে পৌঁছেছে ৮২, ৪০০ টাকায়। ৯৯.৫ শতাংশ বিশুদ্ধ ধাতুর মূল্য ১০০০ বেড়ে দাঁড়িয়েছে ৮২, ০০০টাকায়। এর আগে ৯৯.৯ এবং ৯৯.৫ শতাংশ বিশুদ্ধ সোনার দাম এর আগে ছিল ৮১,৪০০ এবং ৮১ হাজার। 

 

কিন্তু আচমকা কেন সোনার দাম বাড়ল ব্যাপক হারে? কারণ কী? স্বর্ণব্যবসায়ীরা মনে করছেন, একটি কারণ দীপাবলি, ধনতেরাসের আগে সোনা কেনার ব্যাপক চাহিদা, অন্য কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের অস্থির পরিস্থিতি। 

 

  তবে শুধু সোনার দামই বাড়েনি, লাফিয়ে বেড়েছে রুপোর দামও। এক কেজি রুপোর দাম বেড়েছে ১৩০০টাকা। প্রতি কেজি রুপোর দাম স্বাভাবিক ভাবেই ছাড়িয়েছে লক্ষের মাত্রা। ২০২৩ এর ২৯ অক্টোবর এক কেজি রুপোর দাম ছিল ৭৪,০০০, ২০২৪ এর ৩০ অক্টোবর তা পৌঁছেছে ১,০১,০০০ টাকায়।