আজকাল ওয়েবডেস্ক: খালের আবর্জনার মাঝে ভাসছিল একটি প্লাস্টিকের ব্যাগ। একটু খেয়াল করতেই সকলে দেখেন, সেই ব্যাগ থেকে বেরিয়ে রয়েছে চুল, হাত। প্লাস্টিকের ব্যাগটি নজরে পড়তেই আঁতকে ওঠেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। সেই প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এক কিশোরীর পচাগলা দেহ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদে। পুলিশ জানিয়েছে, মাসুরি গঙ্গা খাল থেকে সোমবার একটি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগ থেকে এক কিশোরীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে। কিশোরীর নাম, পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর হবে‌। পরনে ছিল জিন্স ও টপ। কিশোরীর দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

পুলিশের অনুমান, দু'-তিনদিন আগে কিশোরীকে খুন করা হয়েছে। সম্ভবত, খুনের পর চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্লাস্টিকের ব্যাগে ভরে দেহটি ছুড়ে ফেলা হয়েছিল। এরপর জলের তোরে ভেসে দেহটি খালের সেই জায়গায় এসে পৌঁছয়। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ৩৬ ঘণ্টা পর ময়নাতদন্ত করা হবে‌। পরিবারের তরফ থেকে দেহ শনাক্ত করতে না এলে, পুলিশের তরফেই দাহ করা হবে‌‌। খুনের ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।