আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছর একবারই মানুষের জন্মদিন পালন করা হয়ে থাকে। তবে ভারতে একজন রয়েছেন যার জন্মদিনটি বছরে তিনবার পালন করা হয়ে থাকে। কে সেই ব্যক্তি যার বছরে তিনবার জন্মদিন পালন করা হয়।


কয়েক সপ্তাহ আগেই শিল্পপতি গৌতম আদানি নিজের ৬৪ তম জন্মদিন পালন করেছেন। তবে বছরে তিনবার ধরে তার জন্মদিনটি পালন করেন তিনি। নিজের জন্মের তারিখটি তিনি যেমন পালন করে থাকেন ঠিক তেমনভাবে আরও দুটি দিন রয়েছে যেদিনে তিনি নিজের জন্মদিন পালন করে থাকেন।
এই দুটি তারিখ গৌতম আদানি নিজেকে মৃত্যুর হার থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন। তাই এই দুটি দিন গৌতম আদানি নিজের জন্মদিন পালন করে থাকেন।


প্রথম জন্মদিন: 
১৯৬২ সালের ২৪ জুন গৌতম আদানি জন্মগ্রহণ করেছিলেন। আহমেদাবাদে তিনি জন্ম নেন। একটি সাধারণ পরিবার থেকে তিনি বড় হয়েছিলেন। তার পরিবারের তিনি ছিলেন সপ্তম সন্তান। গুজরাটি জৈন পরিবারে তার বড় হয়ে ওঠা। তার বাবা একজন সাধারণ কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তবে নিজের পরিবারের প্রতি তিনি ছিলেন নিষ্ঠাবান। কঠোর পরিশ্রম থেকেই তিনি এই আদানি গ্রুপকে তৈরি করেছিলেন। 


দ্বিতীয় জন্মদিন: 
গৌতম আদানির দ্বিতীয় জন্মদিনটি ছিল ১৯৯৮ সালের ১ জানুয়ারি। সেদিন তাকে অপহরণ করার ছক করা হয়েছিল। একদল অস্ত্রধারী দুষ্কৃতী তাকে অপহরণ করা ছক করেছিল। তাদের কাছ থেকে দুর্দান্তভাবে তিনি বেঁচে যান। 


তৃতীয় জন্মদিন: 
১১ বছর পর ভাগ্য ফের একবার গৌতম আদানির সহায় ছিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইতে জঙ্গি হামলা হয়েছিল। সেদিন তাজ হোটেলকে নিজের ঘর করে ফেলেছিল জঙ্গিরা। তার সেদিন সেখানে গিয়ে দুবাইয়ের পোর্ট সিইও মহম্মদ শরিফের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে একেবারে শেষ সময়ে তারা নিজেদের বৈঠক বাতিল করে দেন। নাহলে সেদিন মুম্বই হামলার শিকার হয়ে যেতেন গৌতম আদানি। তবে সেদিন তাকে ফের ভাগ্য বাঁচিয়ে দেয়।