আজকাল ওয়েবডেস্ক:‌ বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মাঝারি মাপের চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন অজিত পাওয়ার। বারামতী বিমানবন্দরে অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেল–এর ‘ভিটি–এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটিই বুধবার সকালে ভেঙে পড়ে বারামতীতে।


এবার জেনে নিন বিমান দুর্ঘটনায় দেশের আর কোন নেতা, মন্ত্রীদের অকালমৃত্যু হয়েছিল।


সঞ্জয় গান্ধী (‌১৯৮০)‌:‌ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী ১৯৮০ সালের ২৩ জুন বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৩। প্রাইভেট জেটটি পরীক্ষামূলক উড়ানের সময় সফদরজং বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছিল। মারা গিয়েছিলেন সঞ্জয় গান্ধী ও বিমানের পাইলট।


মাধবরাও সিন্ধিয়া (‌২০০১)‌:‌ ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তৎকালীন বর্ষীয়ান কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়া। চার্টার্ড বিমানে জনসভা করতে যাচ্ছিলেন সিন্ধিয়া। উত্তরপ্রদেশের মৈনিপুরি জেলায় বিমানটি ভেঙে পড়ে। সিন্ধিয়া সহ বিমানে থাকা সব যাত্রী মারা গিয়েছিলেন।


বিজয় রূপাণি (‌২০২৫)‌:‌ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণিও। ২০২৫ সালে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার আমেদাবাদ থেকে ওড়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ে। মারা গিয়েছিলেন অন্তত ২৪১ জন। দেশের অন্যতম বড় বিমান দুর্ঘটনা ছিল এটি।  


জিএমসি বালাযোগী (‌২০০২)‌:‌ ২০০২ সালের ৩ মার্চ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তৎকালীন লোকসভার স্পিকার ও তেলুগু দেশম পার্টির বর্ষীয়ান নেতা বালাযোগী। দুর্ঘটনাটি ঘটেছিল অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। জানা গিয়েছিল, যান্ত্রিক ত্রুটিই ছিল দুর্ঘটনার কারণ।


দোরজি খান্ডু (‌২০১১)‌:‌ কপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী দোরজি খান্ডু। ভারত–চীন সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় কপ্টারটি ভেঙে পড়েছিল ২০১১ সালের ৩০ এপ্রিল। 


ওয়াই এস রাজাশেখর রেড্ডি (‌২০০৯)‌:‌ ২০০৯ সালের ২ এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী রেড্ডি। সেটিও ভেঙে পড়েছিল দুর্গম পাহাড়ি এলাকায়।


ওপি জিন্দাল ও সুরিন্দর সিং ‌(‌২০০৫)‌:‌ শিল্পপতি ও হরিয়ানার তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী ওপি জিন্দাল ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং উত্তরপ্রদেশের সাহারানপুরে কপ্টার দুর্ঘটনায় মারা যায়। দুর্ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালের ৩১ মার্চ।


গুরনাম সিং (‌১৯৭৩)‌:‌ ১৯৭৩ সালের ৩১ মে দিল্লিতে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুরনাম সিং।