আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের সাত মাস ইতিমধ্যেই অতিক্রান্ত। ভারত একের পর এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে। ব্যাপক হতাহতের ঘটনা, ভয়াবহ জঙ্গি হামলা, হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা এবং মন্দিরে পদপিষ্ট হওয়ার মতো ঘটনার সাক্ষী রয়েছি আমরা। বছর শেষ হতে আর মাত্র পাঁচ মাস বাকি। তার ঠিক আগেই একজন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন যে আরও বিপর্যয় অপেক্ষা করে রয়েছে।

সুপারটকস নামক একটি পডকাস্টে, বিখ্যাত অতীত-জীবন বিশেষজ্ঞ সঞ্জীব মালিক ২০২৫ সালের শেষ পর্যন্ত ভারতের ভবিষ্যৎ সম্পর্কে মতামত জানিয়েছেন। উপস্থাপকের সঙ্গে কথোপকথনের সময় তিনি জানিয়েছেন, ভারতে আবার একটি মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটতে পারে। তিনি জানিয়েছেন, আগামী নভেম্বরেই ভারতের কোনও এক মন্দিরে পদপিষ্টের ঘটনা তিনি দেখতে পাচ্ছেন।

যখন উপস্থাপক উল্লেখ করেন যে ঘটনাটি দক্ষিণ ভারতের কোথাও ঘটতে পারে কি না। তখন জ্যোতিষী জানান যে তিনি সঠিক স্থানটি ভবিষ্যদ্বাণী করতে না পারলেও, ঘটনাটি উত্তর ভারতে, সম্ভবত মথুরায় ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Supertalks (@supertalks.co)