আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের সাত মাস ইতিমধ্যেই অতিক্রান্ত। ভারত একের পর এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে। ব্যাপক হতাহতের ঘটনা, ভয়াবহ জঙ্গি হামলা, হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা এবং মন্দিরে পদপিষ্ট হওয়ার মতো ঘটনার সাক্ষী রয়েছি আমরা। বছর শেষ হতে আর মাত্র পাঁচ মাস বাকি। তার ঠিক আগেই একজন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন যে আরও বিপর্যয় অপেক্ষা করে রয়েছে।
সুপারটকস নামক একটি পডকাস্টে, বিখ্যাত অতীত-জীবন বিশেষজ্ঞ সঞ্জীব মালিক ২০২৫ সালের শেষ পর্যন্ত ভারতের ভবিষ্যৎ সম্পর্কে মতামত জানিয়েছেন। উপস্থাপকের সঙ্গে কথোপকথনের সময় তিনি জানিয়েছেন, ভারতে আবার একটি মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটতে পারে। তিনি জানিয়েছেন, আগামী নভেম্বরেই ভারতের কোনও এক মন্দিরে পদপিষ্টের ঘটনা তিনি দেখতে পাচ্ছেন।
যখন উপস্থাপক উল্লেখ করেন যে ঘটনাটি দক্ষিণ ভারতের কোথাও ঘটতে পারে কি না। তখন জ্যোতিষী জানান যে তিনি সঠিক স্থানটি ভবিষ্যদ্বাণী করতে না পারলেও, ঘটনাটি উত্তর ভারতে, সম্ভবত মথুরায় ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Supertalks (@supertalks.co)
এ বছরের বৃষ্টি নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী, বর্ষার মরসুম এ বছর অনেকের চোখে জল এনে দেবে। তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলে ক্ষয়ক্ষতি হবে বেশি। প্রাকৃতিক দুর্যোগ ভোগাবে। তিনি বলেন, “পাহাড়ি এলাকাগুলিতে গুরুতর সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। প্রাকৃতিক দুর্যোগ অনেক সমস্যার সৃষ্টি করতে পারে।” এরপরেই তিনি উত্তরাখণ্ডে রিষিকেশ থেকে গঙ্গোত্রীর পথে কানওয়ার পুণ্যার্থিদের বাস দুর্ঘটনার কথা উল্লেখ করেন। তাঁর সতর্কবার্তা, ২০২৫ সালের শেষের দিকে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করা এড়িয়ে চলা উচিত।
তিনি আরও আশঙ্কা করেছেন যে অক্টোবরের দিকে ভারত আরও একটি ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে। তিনি তাঁর জ্যোতিষশাস্ত্রীয় পর্যবেক্ষণের ভিত্তিতে জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক বা তামিলনাড়ুতে এই দুর্ঘটনা ঘটতে পারে। এর পরেই তিনি জানান যে, ভারত গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ শেয়ার বাজার পতনের মুখোমুখি হতে পারে। তিনি আর্থিক ক্ষেত্রের সঙ্গে জড়িতদের তিনি সতর্ক থাকতে বলেছেন।
রিলটি শেয়ার হওয়ার পরপরই, অনেকেই মন্তব্য বিভাগে গিয়ে উল্লেখ করেছেন যে ২৭ জুলাই হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটেছিল। একজন ব্যবহারকারী বলেছেন, “এটা সত্যি! আজ মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটেছে।” আরও একজন অতীত-জীবন বিশেষজ্ঞকে এই ধরনের ঘটনা এড়াতে তাঁর দক্ষতা ব্যবহার করতে বলেছেন। তিনি বলেন, “আপনার আধ্যাত্মিকতার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, যদি আপনি সত্যিই ভারতে এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলি আগে থেকেই দেখে থাকেন, তাহলে কেন আপনার ঐশ্বরিক সংযোগকে আরও স্পষ্ট, কার্যকরী পথ দেখাতে বলছেন না। প্রকৃতপক্ষে দুর্যোগ প্রতিরোধে সাহায্য করার জন্য ব্যবহার করবেন না কেবল ভবিষ্যদ্বাণী করার পরিবর্তে?”