আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে রেলের নতুন রিজার্ভেশন (railway ticket reservation) নিয়ম। যে নিয়মে দূরপাল্লার ট্রেনের টিকিটের সংরক্ষণ বা রিজার্ভেশন শুরু হচ্ছে যাত্রার ৬০ দিন আগে। যা যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করছে রেল।
পূর্ব রেলের ডিভিশনাল পার্সোনেল অফিসার (শিয়ালদা) একলব্য চক্রবর্তী বলেন, '২০২৪ সালের এই ব্যস্ত সময়ে একজনের পক্ষে চার মাস আগে ভ্রমণের পরিকল্পনা করা যথেষ্টই সমস্যার। বিষয়টি অনেক যাত্রীই রেলকে জানান। তাঁদের কথার মান্যতা দিয়েই রেল কর্তৃপক্ষ রিজার্ভেশন সময়টা ৬০ দিন বা দুই মাস করেছে। ভ্রমণ পিপাসুদের অবশ্যই এতে সুবিধা হবে।'
রেলের তরফে জানানো হয়েছে, পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে, ৬০ দিনের বেশি সময়ের জন্য রিজার্ভড টিকিটের প্রায় ২১ শতাংশ বাতিল হয়েছে। এর পাশাপাশি আরও ৫ শতাংশ যাত্রী যাত্রা না করেও টিকিট বাতিল করেননি। টিকিট কেটেও যাত্রার সময় এই যে অনুপস্থিতি সেই বিষয়টি নজরে এড়ায়নি রেলের। ফলে তারা শেষপর্যন্ত এই নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয়।
রেল মনে করছে রিজার্ভেশন সময়টা ৬০ দিন আগে হলে অনেকেই তাঁদের ভ্রমণ পরিকল্পনা ঠিক করতে পারবেন। যদিও এই নিয়ম চালুর আগে যারা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাঁদের টিকিটে এর কোনও প্রভাব পড়বে না।
