আজকাল ওয়েবডেস্ক: দিনের প্রথমভাগ। শেয়ারবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে হুমকি। আর সেই সময়েই একেবারে হুলস্থুল দালাল স্ট্রিটে। বোমা হুমকি বোম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই-কে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার, ১৫ জুলাই সকালে বোমা হুমকি পায় বোম্বে স্টক এক্সচেঞ্জ।
সর্বভারতীয় সংবাদ সংস্থা এই প্রসঙ্গে জানিয়েছে, মুম্বই পুলিশ জানিয়েছে, মঙ্গলবার, ১৫ জুলাই, বোম্বে স্টক এক্সচেঞ্জ ভবনটি উড়িয়ে দেওয়ার হুমকি মেল যায় কর্তৃপক্ষের কাছে। খবর পেয়েই বোম স্কোয়াড এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু সন্দেহজনক কিছু পায়নি।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, ঘটনা প্রসঙ্গে মুম্বই পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ‘কমরেড পিনারাই বিজয়ন’ নামের একটি ইমেল আইডি থেকে ইমেল পাঠানো হয়। কী লেখা হয়েছিল ওই ইমেলে, যা থেকে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে?
জানা গিয়েছে, ইমেলে লেখা হয়েছিল, বোম্বে স্টক এক্সচেঞ্জের টাওয়ার ভবনে ৪টি আরডিএক্স আইইডি বোমা রাখা হয়েছে। শুধু তাই নয়, কখন বিস্ফোরণ ঘটতে চলেছে, ইমেলে সময় উল্লেখ করা হয়েছিল তারও। জানানো হয় বিকেল ৩টার দিকে বিস্ফোরণ ঘটবে। তবে বোম স্কোয়াড এবং পুলিশ তদন্তে সন্দেহজনক কিছু খুঁজে না পাওয়ায় কয়েক ঘণ্টায় স্বস্তি ফিরেছে দালাল স্ট্রিটে। ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে এমআরএ মার্গ থানায় একাধিক ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে সূত্রে। পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে। খোঁজ চলছে, কেরলের মুখ্যমন্ত্রীর নামের ইমেল আইডি থেকে হুমকি-ইমেল পাঠিয়েছেন যে, তাঁর।

তবে বোমা-হুমকির বিষয়ে দালাল স্ট্রিট প্রথম তেমনটা নয়। সাম্প্রতিক সময়ে, বিমান-স্কুল-সহ একাধিক জায়গায় বারে বারে এই ধরনের হুমি ইমেল পাঠানো হয়েছে দেশজুড়ে। বেশকিছু ঘটনা উল্লেখ করা গেল এই প্রসঙ্গে-
১৪ জুলাই, সোমবার অমৃতসরের স্বর্ণমন্দির বোমা হামলার হুমকি পায়। স্বাভাবিকভাবেই, দৈনন্দিন বিপুল পরিমাণ ভক্ত সমাগমের মাঝেই এই ধরনের হুমকিতে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) পুলিশে অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তৎক্ষণাৎ স্বর্ণমন্দির এবং তার পার্শ্ববর্তী এলাকায় জোরদার করে পুলিশি নিরাপত্তা। শুরু হয় তল্লাশি-তদন্ত।
সোমবার সকালে দিল্লির অন্তত তিনটি স্কুল বোমা হামলার হুমকি পায়। এর আগেও একই ঘটনা ঘটেছে। ১৪ জুলাইয়ের ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, দিল্লি পুলিশের কাছে সোমবার সকাল ৮টার দিকে প্রশান্ত বিহার এবং দ্বারকা সেক্টর ১৬-এর সিআরপিএফ স্কুল এবং চাণক্যপুরীর আরেকটি স্কুল থেকে বোমা হামলার হুমকির বিষয়ে ফোন যায়। তৎক্ষণাৎ চালু করা হয় জরুরি পরিষেবা। স্নিফার ডগ, বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় পুলিশ। শুরু হয় তল্লাশি।
সোমবারের পর আবার মঙ্গলবার। ফের বোমা হুমকি দিয়ে ইমেল। এর আগেও একাধিকবার বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি কারণে একাধিক বার বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। কখনও মাঝ আকাশ থেকে জরুরি অবরতণ করতে হয়েছে বিমানকে, কখনও বিলম্ব হয়েছে বিমানে।
