আজকাল ওয়েবডেস্ক: চুরির জন্য নয়। বাড়ির মধ্যে চুপিসারে সকলে ঢুকেছিল অন্য উদ্দেশ্যে। বাড়ির মালিকের যৌনাঙ্গ কেটে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। কিন্তু কেন? তদন্তে নেমে বর্ণনা শুনে যেমন আঁতকে উঠল পুলিশ, তেমনি ধোঁয়াশায় তারা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। পুলিশ সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে শাহপুর বামহেতা এলাকায়। ৪২ বছর বয়সি যুবক ঘরে সেই সময় ঘুমিয়েছিলেন। মধ্যরাতে আচমকা চারজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি জানলা ভেঙে ভিতরে ঢোকে। বাড়ির মধ্যে ঢুকে তারা সোজা চলে যায় মালিকের ঘরে। সেখানে ঢুকেই ভয়াবহ ঘটনাটি ঘটায়। 

ঘুমন্ত যুবকের যৌনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায় চারজনেই। যন্ত্রণায় ছটফট করতে থাকেন যুবক। তাঁর চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যদের ঘুম ভেঙে যায়। তখনই ছুটে আসেন তাঁরা। ওই অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

থানায় এই ঘটনাটি ঘিরে অভিযোগ দায়ের করেছেন যুবকের ছেলে। তিনি এও জানিয়েছেন, বাড়ির মধ্যে এবং এলাকায় কোনও সিসিটিভি নেই। তাই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা কারা ছিল, তা দেখতে পারেননি কেউ। পুলিশও তদন্তে নেমে ধোঁয়াশায়। কী উদ্দেশ্যে যুবকের যৌনাঙ্গ কেটে পালাল তারা, তা খতিয়ে দেখার চেষ্টা করছে।