আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ ঝেঁপে নামে বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। কাজের মাঝেই দুর্যোগের জেরে ঘটল বিপত্তি। দিল্লির একাধিক জায়গায় ধসে পড়ল পরপর দেওয়াল। তাতেই চাপা পড়ে প্রাণ হারালেন চারজন শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি ঘটনা ঘটেছে সেন্ট্রাল দিল্লির পাহাড়গঞ্জ এলাকায়। দমকল ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের একতলায় কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আচমকাই তুমুল বৃষ্টির মধ্যে ওই বিল্ডিংয়ের একাংশ ধসে পড়ে। দেওয়াল ধসে পড়ার পর তাতেই চাপা পড়েন চারজন শ্রমিক। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন, উদ্ধারকারী দল। 

 

ধ্বংসস্তূপ থেকে কয়েক ঘণ্টার মধ্যে চারজনকেই উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। আরেকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

অন্যদিকে আউটার নর্থ দিল্লিতে শেহবাদ ডেয়ারি এলাকায় দেওয়াল ঢালাইয়ের সময়, সেটি হঠাৎ হুড়মুড়িয়ে ধসে পড়ে। তাতেই চাপা পড়েন দু'জন শ্রমিক। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। আরেকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দু'টি পৃথক ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দ্রুত ঘটনার তদন্ত করে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।