আজকাল ওয়েবডেস্ক: বন্ধুর জন্মদিন উদযাপনে বেরিয়েই ঘটল বিপত্তি। বেপরোয়া গতির বলি চার বন্ধু। সাতসকালে হাইওয়ের ধারে চা খেতে যাওয়ার পথেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা। গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। সোমবার পুলিশ জানিয়েছে, শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পুরনো আহমেদাবাদে হাইওয়েতে। দুই গাড়ির মুখোমুখি সজোরে ধাক্কা লাগে‌। দুর্ঘটনায় চার বন্ধুর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। গুরুতর আহত হয়েছেন আরও ছ'জন। 

পুলিশ আরও জানিয়েছে, সাবিনা এলাকায় নেলা তালাবের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতেরা সকলেই উদয়পুরের বাসিন্দা ছিলেন। এক বন্ধুর জন্মদিনে সকালে একসঙ্গে চা খেতে বেরিয়েছিলেন। মৃতেরা হলেন, মহম্মদ অয়ন (১৭), আদিল কুরেশি (১৪), শের মহম্মদ (১৯), গুলাম খাজা (১৭)। ওই গাড়িতে আরও দুই বন্ধু ছিলেন। দুর্ঘটনায় তাঁরাও গুরুতর আহত হয়েছেন। এমবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শের মহম্মদ গাড়ি চালাচ্ছিলেন। সেদিন সকালে ১০০ থেকে ১২০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন তিনি। আচমকাই স্পিড ১৪০ কিমিতে বাড়িয়ে দেন‌। ঠিক এক মিনিট ১০ সেকেন্ড পরেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। এক বন্ধু গাড়ির স্পিড কমাতেও অনুরোধ করেছিলেন। কিন্তু শের মহম্মদ নিষেধ না শুনেই বেপরোয়া গতিতে গাড়ি চালান। 

দুর্ঘটনার পরেও ১০ মিনিট রাস্তায় লুটিয়ে ছটফট করছিলেন তাঁরা। স্থানীয়রা এসে উদ্ধারকাজ শুরু করার আগেই চারজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আরেকটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি গুজরাটের। চুরু জেলার রাজগড় থেকে গুজরাটের দিকে যাচ্ছিল সেটি। ওই গাড়ির চারজন যাত্রীও গুরুতর আহত হয়েছেন। 

গত বছর নভেম্বর মাসে এমন আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। বেপরোয়া গতির জেরে আরেকটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। জন্মদিনের পার্টি সেরে আর বাড়ি ফেরা হয়নি। বেপরোয়া গতির বলি পাঁচ বন্ধু। রবিবার ভোরবেলায় ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই একসঙ্গে মারা যান তাঁরা। দুর্ঘটনার ভয়াবহতায় শিউরে ওঠে খোদ পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছিল রবিবার ভোরবেলায় মধ্যপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালিয়র-ঝাঁসি হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে একটি বেপরোয়া গতির গাড়ি। এসইউভি গাড়িতে ছিলেন একদল যুবক। তাঁরা সকলেই একে অপরের বন্ধু ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ বন্ধুর মৃত্যু হয়েছিল। 

পুলিশ আরও জানিয়েছে, মারওয়া কলেজের সামনে ভোর ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। গাড়িটিও বেপরোয়া গতিতে যাচ্ছিল। আচমকা দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালিবোঝাই ট্র্যাক্টরে সজোরে ধাক্কা দেয়। নিমেষে দুমড়ে মুচড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাড়ির বিভিন্ন অংশ। গাড়ির সকল যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলে। পাঁচ বন্ধুই গোয়ালিয়রের বাসিন্দা ছিলেন। 

জানা গেছে, গাড়িটি ঝাঁসি থেকে গোয়ালিয়রের দিকেই যাচ্ছিল। জন্মদিনের পার্টি সেরে সকলে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িটি ১২০ কিমি/ঘণ্টা গতিবেগে যাচ্ছিল। দুর্ঘটনার পর গাড়িটি এমনভাবে দুমড়ে যায়, যা একনজরে দেখে চেনাও যায়নি। ট্র্যাক্টরের তলায় পিষে যায় খানিকটা। দুর্ঘটনার ভয়ঙ্কর পরিণতিতে পুলিশের চোখ কপালে। মৃত পাঁচজনের বয়স ২৫ বছরের আশেপাশে ছিল।