আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি। ঘটনায় অন্তত চার জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ১৪ জনকে এখনও অবধি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
উত্তর–পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ৩টে নাগাদ চারতলা বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। পুলিশের কথায়, ‘১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চার জন মারা গেছেন। উদ্ধারকাজ এখনও চলছে।’ পুলিশের ধারণা এখনও ৮ থেকে ১০ জন ভিতরে আটকে আছেন। দিল্লির দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন, ‘রাত ২টো ৫০ মিনিট নাগাদ একটা বাড়ি ভেঙে পড়ার খবর পাই। এরপরই ঘটনাস্থলে যায় দমকল। হাজির হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ধ্বংসস্তূপে এখনও কেউ কেউ আটকে আছেন। অনেককে উদ্ধার করা হয়েছে।’ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
বাড়ি ভেঙে পড়ার খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। এদিকে, বাড়িটি ভেঙে পড়ার মুহূর্ত ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। দেখা যায় বাড়িটি ভেঙে পড়তেই গোটা এলাকায় ধুলো ছড়িয়ে পড়ে। চারদিক অস্পষ্ট হয়ে যায়।
প্রসঙ্গত, শুক্রবার থেকে দিল্লিতে চলছে বৃষ্টি এবং বজ্রপাত। টানা বৃষ্টির জেরেই চারতলা বাড়িটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান।
