আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের পল্লিকারানাই জলাভূমির মূল অঞ্চলে প্রথমবারের মতো দেখা মিলল ভারতীয় শিয়ালের। গত সপ্তাহে পাখি পর্যবেক্ষকরা এই বিরল দৃশ্যের সাক্ষী হন। জেলার বন কর্মকর্তা ভিএ সরবনন এই খবর নিশ্চিত করেছেন এবং জানান, শিয়াল প্রজাতিটি সহজেই মানুষের পাশে বসবাস করতে অভ্যস্ত।

চেন্নাইয়ের থিওসফিক্যাল সোসাইটির পেছনের দ্বীপপুঞ্জ, ব্লু ক্রস রোড, বেসেন্ট নগর, গুইন্ডি ন্যাশনাল পার্ক এবং নানমাঙ্গালম রিজার্ভ ফরেস্টে আগে শিয়ালের উপস্থিতি দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল পল্লিকারানাই।

সংরক্ষণকর্মী কে. ভি. আর. কে. থিরুনারানন বলেন, “এটি জলাভূমির জৈববৈচিত্র্যের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত।” জলাভূমিতে মাছ ও কাঁকড়ার প্রাচুর্যের কারণে শিয়াল এখানে টিকে থাকতে পারছে। বিশেষ করে আফ্রিকান ক্যাটফিশের মতো আক্রমণাত্মক প্রজাতির উপর শিয়ালের শিকার প্রক্রিয়া পরিবেশগত ভারসাম্য রক্ষা করছে।

এই দৃশ্য প্রমাণ করে যে, শহরের মাঝখানে এই জলাভূমি এক গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। পরিবেশবিদদের মতে, এই ধরনের ঘটনা শহরের সবুজ অঞ্চল রক্ষার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তোলে।