আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনের পার্টি সেরে আর বাড়ি ফেরা হল না। বেপরোয়া গতির বলি পাঁচ বন্ধু। রবিবার ভোরবেলায় ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলেই একসঙ্গে মার গেছেন তাঁরা। দুর্ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছে খোদ পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোরবেলায় মধ্যপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালিয়র-ঝাঁসি হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে একটি বেপরোয়া গতির গাড়ি। এসইউভি গাড়িতে ছিলেন একদল যুবক। তাঁরা সকলেই একে অপরের বন্ধু ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ বন্ধুর মৃত্যু হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মারওয়া কলেজের সামনে ভোর ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটিও বেপরোয়া গতিতে যাচ্ছিল। আচমকা দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালিবোঝাই ট্র্যাক্টরে সজোরে ধাক্কা দেয়। নিমেষে দুমড়ে মুচড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাড়ির বিভিন্ন অংশ। গাড়ির সকল যাত্রীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। পাঁচ বন্ধুই গোয়ালিয়রের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, গাড়িটি ঝাঁসি থেকে গোয়ালিয়রের দিকেই যাচ্ছিল। জন্মদিনের পার্টি সেরে সকলে একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িটি ১২০ কিমি/ঘণ্টা গতিবেগে যাচ্ছিল। দুর্ঘটনার পর গাড়িটি এমনভাবে দুমড়ে যায়, যা একনজরে দেখে চেনাও যায়নি। ট্র্যাক্টরের তলায় পিষে যায় খানিকটা। দুর্ঘটনার ভয়ঙ্কর পরিণতিতে পুলিশের চোখ কপালে।
মৃত পাঁচজনের বয়স ২৫ বছরের আশেপাশে। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া গোটা পরিবারে। ট্র্যাক্টরের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গতকাল রাতে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। মাঝ রাতেই হঠাৎ বিপত্তি। ফের ভয়াবহ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী গাড়ির। রাস্তার ধারে উল্টে পড়েই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যুমিছিল কাশ্মীরে। আহতদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বুদগামে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার মাঝ রাতে একটি গাড়ির সঙ্গে ডাম্পার ট্রাকের সজোরে সংঘর্ষ হয়। এর জেরেই চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রাত সাড়ে দশটা নাগাদ পালার এলাকায় ডাম্পার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী টাটা সুমোর ধাক্কা লেগেছিল।
পুলিশ আরও জানিয়েছে, রাতেই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। তড়িঘড়ি দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে ন'জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি পাঁচজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। গাড়ি বা ডাম্পার ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল কিনা, চালকেরা ঘুমন্ত, মত্ত অবস্থায় ছিলেন না, সবটাই খতিয়ে দেখা শুরু করেছে তারা। ঘটনাটি ঘিরে মামলা রুজু করা হয়েছে।
