আজকাল ওয়েবডেস্ক: রবিবার অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে দুই মহিলা-সহ আটজন নিহত হয়েছেন। জখম সাতজন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভি অনিথা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, "দুই মহিলা-সহ আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।" আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অনিথা এবং জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
তবে কী কারণে বিস্ফোরণটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে, বাজি কারখানায় প্রথমে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আগুন নিমেষে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে এবং কারখানাটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এই বাজি কারখানাটি সরকারি অনুমোদনপ্রাপ্ত নাকি অবৈধ ভাবে চলছিল, তা নিয়েও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশদ তদন্ত করে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
