আজকাল ওয়েবডেস্ক: তন্দুরি রুটি নিয়ে অশান্তি, মারপিট। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে, শোকে। তন্দুরি রুটি নিয়ে ঝামেলা করতে করতেই প্রাণ গেল দুই তরুণের। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকজন চিকিৎসা চলাকালীন হাসপাতালে মারা যান।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠিতে। পুলিশ জানিয়েছে, গত শনিবার বলভদ্রপুর গ্রামে রামজীবন বর্মার মেয়ের বিয়ে ছিল। গোটা গ্রামের বাসিন্দারা, আত্মীয়স্বজন, পরিজনরা সামিল ছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে। সেখানেই খেতে বসে দুই তরুণ ব্যাপক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শেষমেশ দু'জনেই প্রাণ হারান।
পুলিশকে স্থানীয়রা জানিয়েছেন, বিয়েবাড়িতে হইহুল্লোড়ে মেতেছিলেন সকলে। হঠাৎ খেতে বসার জায়গায় বাকবিতণ্ডার আওয়াজ সকলে শুনতে পান। জানা গেছে, খেতে বসে তন্দুরি রুটি নিয়ে ১৮ বছরের রবি কুমার ও ১৭ বছরের আশিস কুমারের ঝামেলা শুরু হয়। কে আগে তন্দুরি রুটি নেবেন, তা ঘিরে মূলত কথা কাটাকাটি হয়েছিল। সেই ঝামেলা হাতাহাতিতে গড়ায়।
সকলের মাঝেই দু'জনে লাঠি, ভারী বস্তু ছুড়ে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় আশিস ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আশিসকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা চলাকালীন রবির মৃত্যু হয় আর কিছুক্ষণ পরেই। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে।
