আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট এমন একটি জায়গা যেখানে টাকা রাখলে সেখান থেকে নিশ্চিত রিটার্ন মেলে। তবে প্রতিটি ব্যাঙ্কে এই সুদের হার ভিন্ন হয়ে থাকে। কোথাও বেশি আবার কোথাও কম হয়ে থাকে। আমরা কয়েকটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বর্তমান সুদের হার দেখে নেব।
এইচডিএফসি ব্যাঙ্ক
এখানে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ করে সুদ রয়েছে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ হারে সুদ।
আইসিআইসিআই ব্যাঙ্ক
এখানে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ করে সুদ রয়েছে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ হারে সুদ।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
এখানে জেনারেল সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ করে সুদ রয়েছে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬ শতাংশ হারে সুদ।
অ্যাক্সিস ব্যাঙ্ক
এখানে জেনারেল সিটিজেনরা ফিক্সড ডিপোজিটে ৭.১ শতাংশ করে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬ শতাংশ করে সুদ।
এসবিআই
দেশের এই বৃহত্তম ব্যাঙ্কটি জেনারেল সিটিজেনদের জন্য ৬.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ।
পিএনবি
এই ব্যাঙ্ক জেনারেল সিটিজেনদের জন্য ৭ শতাংশ করে সুদ দেবে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ হারে সুদ।
ফিক্সড ডিপোজিট করার আগে প্রতিটি ব্যাঙ্কে গিয়ে ভাল করে খোঁজ করে নেবেন। এটা মনে রাখা দরকার দেশের বহু ব্যাঙ্ক রয়েছে। তারা কয়েকমাস অন্তর নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করতে থাকে। তবে সেই সুদের হার যদি না জানা থাকে তাহলে সঠিকভাবে বিনিয়োগ করা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। প্রতিটি ব্যাঙ্ক তাদের নিজের হিসাবে সুদের হার ঠিক করে। সেদিক থেকে দেখতে হলে ফিক্সড ডিপোজিট নিয়ে সঠিক সুদ যদি জানা থাকে তাহলে সেখান থেকে বিনিয়োগ করা খুব একটা কঠিন বলে মনে হবে না।
