আজকাল ওয়েবডেস্ক: ভাল স্কুলে পড়াশোনা করাতে গেলে ফাঁকা হয়ে যাবে পকেট। মধ্যবিত্তের পক্ষে গুণগত মানের শিক্ষা পৌঁছেছে বিলাসিতার পর্যায়ে। এক ব্যক্তির পোস্টে ধরা পড়ল এমনই এক হতাশা। ওই ব্যক্তি তাঁর মেয়ের জন্য রাজস্থানের একটি স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি করার কথা ভাবছিলেন। কিন্তু স্কুলের ফি দেখে কার্যত চোখ কপালে উঠে যায় তাঁর। একটি পোস্ট করে সেই ফি সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। সেখানে দেখা যায়, এক বছরের জন্য প্রায় ৪.২৭ লক্ষ টাকা খরচ হবে তাঁর মেয়ের পড়াশোনার জন্য।
পোস্টে ওই ব্যক্তি লিখেছেন, ‘এটাই ভারতের গুণগত শিক্ষার মূল্য। বছরে ২০ লক্ষ টাকা আয় করেও যা চালানো কঠিন’। ওই ব্যক্তির পোস্টে স্কুলের যা বিল এসেছে সেখানে দেখা গিয়েছে, স্কুলের রেজিস্ট্রেশন চার্জ ২,০০০ টাকা, ভর্তি ৪০,০০০ টাকা, কশন মানি (ফেরতযোগ্য) ৫,০০০ টাকা, বার্ষিক স্কুল ফি ২,৫২,০০০, বাসের মূল্য ১,০৮,০০০ টাকা, বই ও ইউনিফর্ম: ২০,০০০ টাকা, মোট ৪,২৭,০০০ প্রতি বছর। ওই পড়ুয়ার বাবার বক্তব্য, ‘বছরে ২০ লক্ষ টাকা আয় করেও ভাল স্কুলে সন্তানকে পড়ানো অনেকের পক্ষে অসম্ভব। ২০ লক্ষ টাকা আয়ের প্রায় ৫০% বিভিন্ন করের মাধ্যমে সরকার নিয়ে নেয়।
ইনকাম ট্যাক্স, জিএসটি, পেট্রোলের উপর ভ্যাট, রোড ট্যাক্স, টোল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেজিস্ট্রি চার্জ ইত্যাদি। বাকি টাকায় সংসার চলে। তারপর স্কুল ফি এত টাকা হলে মেটানো কার্যত অসম্ভব’। এই পোস্টটি এক দিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ১০ লক্ষেরও বেশি মানুষ এটি দেখেন। কমেন্টে অনেকেই ওই ব্যক্তির সঙ্গে সহমত পোষণ করেছেন। এক নেটিজনেরে বক্তব্য, ‘১২ বছরে প্রায় ১-১.২ কোটি টাকা খরচ। মধ্যবিত্তের পক্ষে এই ফি বহন করা অসম্ভব’। আর এক ব্যক্তির বক্তব্য, ‘সবসময় ফি বেশি হলেই যে শিক্ষার মান ভাল হবে তেমনটা কিন্তু নয়। মানেই ভালো শিক্ষা নয়’।
