আজকাল ওয়েবডেস্ক : একদিকে শম্ভু সীমান্ত খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে হরিয়ানা সরকার। অন্যদিকে প্রতিবাদী কৃষকরা ফের দিল্লি চলোর প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় কিষাণ ইউনিয়ন একতার পক্ষ থেকে বলা হয়েছে এবার তাঁরা দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন।

কেন্দ্রের বিরুদ্ধে এর আগে প্রতিবাদে সরব হয়েছিলেন কৃষকরা। অন্যান্য দাবির পাশাপাশি এমএসপি নিয়ে কেন্দ্র সরকারকে চাপে ফেলে দিয়েছিলেন কৃষকরা। ফেব্রুয়ারি মাস থেকে হরিয়ানা সীমান্তে তাঁরা নিজেদের দাবি নিয়ে বসে রয়েছেন। সেই মাসেই পুলিশের সঙ্গে কৃষকদের জোরদার সংঘর্ষের ঘটনাও ঘটে। কিছুদিন আগে পাঞ্জাব এবং হরিয়ানা কোর্ট সেখানকার রাজ্য সরকারকে নির্দেশ দেয় সীমান্ত থেকে যেন ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। অন্যদের অসুবিধার কথা ভেবেই এই নির্দেশ দেয় আদালত। তবে রাজ্যের সুরক্ষা প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে পারা যাবে বলেও জানিয়েছিল আদালত।

প্রতিবাদী কৃষকরা জানিয়েছেন, প্রতিবার তাঁদের বাধা দেওয়া হলে তাঁরা সেই বাধাকে অতিক্রম করবেন। সরকার রাস্তা বন্ধ করেছে, কৃষকরা নয়। ২১ ফেব্রুয়ারি যে প্রতিবাদী কৃষক শুভকরণ সিংয়ের মৃত্যু হয়েছিল তা নিয়েও সঠিক তদন্তের দাবি তুলেছে কৃষক সংগঠন।