আজকাল ওয়েবডেস্ক: ফরিদাবাদে সম্প্রতি এক মহিলা রাঁধুনিকে তাঁর মালিক অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আটবার চড় মারেন। ঘটনার ভিডিও ভাইরাল হয় গত সপ্তাহে। ঘটনাটি সেক্টর ১৭- এ ঘটে। ঘটনার জেরে উত্তাল নেটপাড়া। 

সূত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী শ্যামা দেবী। তিনি দীপালি জৈন নামে একজনের বাড়ি রান্নার কাজ করতেন৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সিঁড়ি বেয়ে নেমে শ্যামাকে চড় মারছেন দীপালি। শ্যামা পরিবারের আরেক সদস্যের সঙ্গে কথা বলছিলেন তখন।শ্যামা তাঁকে থামাতে চায়লেও তিনি থামেননা৷ দীপালি পরপর শ্যামাকে চড় মারেন। চেঁচামেচিতে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে জড়ো হয়। অভিযুক্ত মহিলা তাঁর গৃহকর্মীর হাতেও আঘাত করার চেষ্টা করেন। তিনি কাছে রাখা একটি ঝাড়ু দিয়ে শ্যামাকে আরও আক্রমণ করার চেষ্টা করেন। পরিবারের একজন তাঁকে আঁটকান। তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। 

খবর মারফত, ড্রাইভার একাধিকবার এসে বেল বাজালে শ্যামা গিয়ে দরজা খোলেন৷ এরপর আচমকা দীপালি নীচে এসে তাঁকে চড় মারতে আরম্ভ করেন কোনও কারণ ছাড়াই। ঘটনার জেরে শ্যামার নাক থেকে রক্ত ​​ঝরে, গাল ফুলে যায়। 

পুলিশ জানিয়েছে, তাঁকে জাতিগত নির্যাতনেরও শিকার হতে হয়েছে। শ্যামা গত আড়াই বছর ধরে এই পরিবারে কাজ করছেন। আগেও একাধিকবার তাঁর সঙ্গে এই ধরনের আচরণ করা হয়েছিল। তাঁর সন্তানদের খেলতে দেওয়া হয়না বলেও অভিযোগ করেন শ্যামা৷ এমনকি তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শ্যামা। বর্তমানে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে৷