আজকাল ওয়েবডেস্ক: রতন টাকার কেরিয়ার অনেকের কাছেই বিরাট উৎসাহের। তবে অনেকেই হয়তো এমন কয়েকটি বিষয় জানেন না যার সঙ্গে রতন টাটার জীবন বিরাটভাবে জড়িয়ে রয়েছে।


টিসিএস নিয়ে বর্তমানে সকলে অনেক বেশি মাতামতি করে থাকেন। এটি রতন টাটার অন্যতম সফল একটি প্রতিষ্ঠান। এতে কাজ করেন বহু কর্মী। তবে অনেকেই হয়তো জানেন না টিসিএস কিন্তু রতন টাটা তৈরি করেননি। 


এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন ফকির চাঁদ কোহলি। তিনি ছিলেন পাকিস্তানের পেশোয়ারের একজন নেতা। তাঁকে অনেকে তাই আইটি কোম্পানির বাবা বলেও ডাকেন। ১৯২৪ সালে ফকির চাঁদ কোহলি পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেন। সেখানে নিজের পড়া শেষ করে তিনি লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে তিনি বিএ এব বিএসসি ডিগ্রি পান। দারুণ ফল করার জন্য তিনি সোনার মেডেলও পেয়েছিলেন।

 


এরপর কোহলি বিএসসি ডিগ্রিও পান। কানাডার একটি ইলেকট্রিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে শুরু করেন। সেখান থেকে তিনি আমেরিকা চলে যান। সেখান থেকেই তিনি ভারতে ফিরে আসেন। নিয়ে আসেন আইটি প্রতিষ্ঠানের নানা চিন্তাভাবনা।

 


কোহলি এরপর টাটা ইলেকট্রিকের সঙ্গে কাজ করতে শুরু করেন। তার কাজের দক্ষতা দেখে রতন টাটার বাবা তাঁর হাতে টাটা কনসালটেন্সির দায়িত্ব তুলে দেন। এটি শুরু হয়েছিল ১৯৬৮ সালে। প্রথমে এই দায়িত্ব নিতে তিনি কুন্ঠাবোধ করছিলেন। তবে পরে তিনি টিসিএসের দায়িত্ব নেন এবং একে বিরাট একটি আইটি বিভাগে পরিনত করেন।

 


কোহলির দায়িত্বে থাকা টিসিএস প্রতিদিন উন্নতি করতে শুরু করে। ৫ বছরের মধ্যে এটি দ্বিগুন লাভের মুখ দেখে। আমেরিকার কাজের বহু ধারণা কোহলি এখানে চালু করেছিলেন। এরপরই তাঁর সঙ্গে রতন টাটার বিরাট সম্পর্ক তৈরি হয়ে যায়। ১৯৬২ সালে রতন টাটা টাটা গ্রুপের দায়িত্ব নেন। তবে তিনি কখনই কোহলির কাজকে অবহেলা করতে পারেননি। তাই আজও ফকির চাঁদ কোহলির সঙ্গে রতন টাটার নামটি জুড়ে রয়েছে।