আজকাল ওয়েবডেস্ক: অফিসে চলছিল গুরুত্বপূর্ণ মিটিং। সেই সময় আচমকাই হেসে উঠলেন মিটিং-এ উপস্থিত থাকা এক ব্যক্তি। কিছুক্ষণ পর আবারও জোরে জোরে হেসে উঠলেন তিনি। তৎক্ষণাৎ তাঁকে মিটিং থেকে তাড়িয়ে দেওয়া হল। জানেন কেন ওই ব্যক্তি বারংবার ধমক খাওয়ার পরও হেসে উঠছিলেন?
তাঁর সঙ্গে হওয়া এই ঘটনা, তিনি নিজেই নেটমাধ্যমে পোস্ট করেছেন। ইতিমধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে।
মিটিং চলাকালীন আচমকাই ওই ব্যক্তির একটি মজার মিমের কথা মনে পড়ে যায়। যার জেরে তিনি অল্প হেসে ফেলেন। এই কাণ্ড নজরে পড়ে যায় তাঁর বসের। এরপরে ওই ব্যক্তিকে তাঁর বস জিজ্ঞাসা করেন, কেন তিনি মিটিং চলাকালীন হাসছিলেন? কিছুক্ষণ পর আবার তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি মিটিংয়ের আলোচনা শুনছেন কিনা? এরপর ওই ব্যক্তি যা কাণ্ড ঘটালেন তাতেই তাঁকে বের করে দেওয়া হল মিটিং থেকে। এমনকী কোম্পানির তরফে তাঁকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। নেটমাধ্যমে এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি।
তাঁর বসের উত্তরে তিনি বলেন, তাঁদের কথা সে শুনেছে। সেই সময় বসের মুখের দিকে তাকাতেই তাঁর ফের অন্য একটি মজার মিমের কথা মনে পড়ে যায়। ব্যাস, আর রেহাই নেই। আবারও জোরে জোরে হেসে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে বের করে দেওয়া হয় মিটিং রুম থেকে । এরপর ওই ব্যক্তিকে কোম্পানির এইচআর তাঁর আচরণ সংযত করার হুঁশিয়ারি দেন।
