আজকাল ওয়েবডেস্ক: মনের আবেগকে মানুষ তুলে ধরে নাচের মাধ্যমে। যিনি ভাল নৃত্যশিল্পী তিনি একজন ভাল মনের মানুষ। তার নাছের ছন্দে তিনি সকলকে মাত করে দিতে পারেন। তার নাচ দেখে সকলে ঘন্টার পর ঘন্টা মুগ্ধ হয়ে বসে থাকতে পারেন। মানুষ তাদের আনন্দের খোঁজে নাচকে বেছে নিয়েছেন বহুযুগ আগেই। বর্ষায় ময়ূরকেও নাচতে দেখেছেন অনেকেই।
তবে কেউ কী কখনও হাতিকে মনের সুখে নাচতে দেখেছেন। সোশ্যাল মিডিয়াতে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দুটি সুন্দরী নারী মনের আনন্দে ভারতনাট্যম করছে। ঠিক তাদের পিছনে একেবারে নাচের তালে নাচছে একটি হাতিও। এই ভিডিওতে সবার সামনে আসতেই সকলের নজর কেড়েছে। ভিউ হয়েছে সাত লক্ষ পার। নেটিজেনরা সকলেই মনের সুখে উপভোগ করেছেন এই ভিডিওটি। সেখানে বারে বারে দেখা গিয়েছে দুই সুন্দরী নারী ভারতনাট্যম করছে আর তাদের তালে পা মিলিয়ে শুঁড় দুলিয়ে নেচে চলেছে সেই হাতিও।
ভিডিও দেখা অনেকেই লিখেছেন, দুই নারীর সঙ্গে ভারতনাট্যমের তালে পা মিলিয়েছেন হাতিটি। তার নাচ সত্যিই দেখার মতো। তবে অনেকে এটাও লিখেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে নারীরা সকলেই মুক্ত মনে নাচ করছেন আর হাতিটিকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটা সঠিক নয়। একজন ফরেস্ট অফিসার জানিয়েছেন, হাতিটি নিজের ক্লান্তি দূর করার জন্যেই হয়তো নেচেছিল। তবে এই ভিডিও সকলের নজর কেড়েছে। যেভাবে এই ভিডিও সকলের নজর কেড়েছে তাতে খুশি সকলেই। হাতি যে মানুষের কতটা কাছে বন্ধু তার প্রমাণ হয়তো পাওয়া গেল এখান থেকেই। বন্যরাও যে সময় পেলে নেচে নিজের আনন্দ প্রকাশ করতে পারে এই ভিডিও তারই প্রমাণ।
