আজকাল ওয়েবডেস্ক: ২০০৩ সালের বিশেষ ভোটার তালিকা খুব শীঘ্রই অনলাইনে প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এই তালিকায় থাকা প্রায় ৪.৯৬ কোটি ভোটার শুধুমাত্র সংশ্লিষ্ট অংশ সংযুক্ত করেই ফর্ম জমা দিতে পারবেন, নতুন করে জন্মস্থান বা তারিখ প্রমাণের প্রয়োজন হবে না। বাকি তিন কোটি ভোটারদের মধ্যে যাঁদের নাম ওই তালিকায় ছিল না, তাঁদের ১১টি নথির মধ্যে যেকোনো একটি জমা দিতে হবে। তবে যাঁদের বাবা-মায়ের নাম ২০০৩ সালের তালিকায় আছে, তাঁদের শুধু নিজের জন্ম সংক্রান্ত তথ্যই জমা দিতে হবে।

বিরোধীদের পক্ষ থেকে প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তোলা হলেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, লক্ষ্য হল প্রত্যেক যোগ্য নাগরিকের অন্তর্ভুক্তি এবং অনুপযুক্তদের বর্জন। কমিশন রাজনৈতিক দলগুলোকে বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগে সক্রিয় হতে বলেছে। ইতিমধ্যেই ১.৫৪ লাখ BLA নিয়োগ হয়েছে। অবৈধ অভিবাসীদের ঠেকাতে বাড়তি সতর্কতা হিসেবে এক বিশেষ ঘোষণা ফর্ম চালু হয়েছে, যা বাইরের রাজ্য বা দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এই ব্যাপক ভোটার তালিকা সংশোধন সম্পন্ন করতে চাইছে কমিশন।