আজকাল ওয়েবডেস্ক: বাংলা-সহ ১২ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলছে। বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। সেই সময়সীমা কী বাড়বে? তা নিয়ে কৌতুহল ছিল। শেষপর্যন্ত দিন শেষের আগেই ছয় রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ল কমিশন। যদিও সেই তালিকায় বাংলার নাম নেই!
এসআইআর-এর সময়সীমা পাঁচটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সীমা-সহ রাজ্যগুলো হল-
- তামিলনাড়ু (১৪ ডিসেম্বর)
- গুজরাট (১৪ ডিসেম্বর)
-মধ্যপ্রদেশ (১৮ ডিসেম্বর)
- ছত্তিশগড় (১৮ ডিসেম্বর)
- উত্তরপ্রদেশ (২৬ ডিসেম্বর)
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (কেন্দ্র শাসিত অঞ্চল) (১৮ ডিসেম্বর)
অর্থাৎ এই সংশোধিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বিশেষ নিবিড় সংশোধন পর্ব এক সপ্তাহ বেশি চলবে।
সংশ্লিষ্ট রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সংশোধিত তারিখগুলো হল- তামিলনাড়ু ও গুজরাটের জন্য ১৯ ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য ২৩ ডিসেম্বর, এবং উত্তর প্রদেশের জন্য ৩১ ডিসেম্বর।
গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা আজই শেষ হয়েছে হচ্ছে। কমিশনের এ দিনের নির্দেশের পর তা স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য, এনুমারেশন ফর্ম জমার ক্ষেত্রে কেরলকে আগেই বাড়তি সময় দিয়েছিল কমিশন।
কমিশন শুরুতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে, ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে। তার পর সেই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে দেয় কমিশন। সেই সময়সীমা ১১ ডিসেম্বর অর্থাৎ আজই শেষ হচ্ছে। এর আগে কমিশন জানিয়েছিল, এই কাজ শেষ করতে রাজ্যগুলিতে আর বাড়তি সময় প্রয়োজন কি না। তারপর এ দিন পাঁচ রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার দিন বাড়ল কমিশন।
